Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
counter-sarcasm to join the movement against the BJP's Puranigam

বিজেপির পুরনিগমের (Purnigam) বিরুদ্ধে আন্দোলনে নামার পাল্টা কটাক্ষ রঞ্জনের

বিজেপির পুরনিগমের (Purnigam) বিরুদ্ধে আন্দোলনে নামার পাল্টা কটাক্ষ রঞ্জনের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
BJP
বিজেপির পুরনিগমের (Purnigam) বিরুদ্ধে আন্দোলনে নামার পাল্টা কটাক্ষ রঞ্জনের
ছবি সংগ্রহে সাইন টিভি

পুরনিগমের ( Purnigam ) বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সেপ্টেম্বর মাস জুড়ে পুরনিগমের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপির । শিলিগুড়ি পুরনিগমের ( Purnigam ) প্রশাসক বোর্ডে অনৈতিক সদস্য নিয়োগ, অনুন্নয়ন, দূর্নীতির বিরুদ্ধে এহেন কর্মসূচী গ্রহন করা হয়েছে। সোমবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে একথা জানান শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি   বিধায়ক শঙ্কর ঘোষ ও ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি।

আর ও পড়ুন    রেলের বিরুদ্ধে বৃহৎ আন্দোলনের ডাক রেল হকারদের (Rail hawkers)

অভিযোগ, শিলিগুড়ি পুরনিগমের ( Purnigam ) প্রশাসক বোর্ড বর্ষার সময় নিকাশি ব্যবস্থা, পথবাতি, জঞ্জাল অপসারণ, পানীয় জল এবং করোনার টিকাকরণের সমস্যা সমাধানে কোন পদক্ষেপ গ্রহন করছেন না। পুরনিগমে (Purnigam) (Purnigam)শুধু মাত্র অর্থ নয়ছয় করা হচ্ছে। কর্মীদের উপর মানসিক অত্যাচার করা হচ্ছে। কো-অর্ডিনেটর নিয়োগ না করে প্রশাসক বোর্ডে রাজনৈতিক নেতাদের নিয়োগ করে পিছন দরজা দিয়ে পৌরনিগম দখল করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। যদিও অভিযোগকে গুরুত্ব দিয়ে নারাজ তৃণমূল কংগ্রেস পরিচালিত প্রশাসক বোর্ড।

আরও পড়ুন – ২০ বছর আগে তালেবানদের ( Talibani ) ভয়ে যেভাবে দেশ ছেড়ে পালিয়েছেন এই নায়িকা

 

এদিন সাংবাদিক বৈঠকে শঙ্কর ঘোষ  বলেন, “শিলিগুড়িবাসীর সমস্যা সমাধানে পুরনিগমের প্রশাসক বোর্ড সম্পূর্ণ ব্যার্থ। ন্যুনতম নাগরিক পরিষেবা মিলছে না। উলটে একের পর এক প্রশাসক বোর্ডে অনৈতিকভাবে সদস্য নিয়োগ করা হচ্ছে। এসবের বিরুদ্ধে সেপ্টেম্বর মাস জুড়ে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক শাখা আন্দোলন করব।

 

আর ও পড়ুন    আজব ঘটনা (Strange fact), পাহাড় থেকে গড়িয়ে পড়ছে দুধ, আবার খনিক দূরে গিয়ে তা দুধে পরিণত হচ্ছে

 

“পালটা ওই বিষয়ে প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার বলেন, “বিজেপির বিধায়কদের কাজই উল্টোপাল্টা বলা। বাচ্চা ছেলে। রাজনৈতিক জ্ঞান হয়নি। নিজেই তো মেয়র পারিষদ ছিল। শিলিগুড়ির কোন সমস্যা সমাধান করেছে। আইন না জেনে বলছে। নিজে বিজেপিতে টাকার বিনিময়ে যোগ দিয়েছে। আর এখন গেরুয়া পরে সাধু সাজছে।”

 

উল্লেখ্য, (Purnigam)   পুরনিগমের ( Purnigam ) বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সেপ্টেম্বর মাস জুড়ে পুরনিগমের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপির । শিলিগুড়ি পুরনিগমের ( Purnigam ) প্রশাসক বোর্ডে অনৈতিক সদস্য নিয়োগ, অনুন্নয়ন, দূর্নীতির বিরুদ্ধে এহেন কর্মসূচী গ্রহন করা হয়েছে। সোমবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে একথা জানান শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি   বিধায়ক শঙ্কর ঘোষ ও ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top