রাজ্যের দুই শহরে একই সংস্থার একই সময়ে গয়নার শোরুমে ডাকাতি! চলল গুলিও , নদিয়ার এবং পুরুলিয়ার, অল্প সময়ের ব্যবধানে রাজ্যের দুই জেলায় একই সংস্থার সোনার শোরুমে বড়সড় ডাকাতির (Robbery) ঘটনা ঘটল। সোমবার দুপুরে পুরুলিয়ায় গয়নার শোরুমে ঢোকে এক দল দুষ্কৃতী। দোকানের প্রায় সমস্ত গয়নাই লুট করে চম্পট দেয় তারা। সূত্রের খবর, গুলিও চলে। অন্য দিকে, প্রায় একই সময়েই নদিয়ার (Nadia) রানাঘাটে (Ranaghat) ওই একই সংস্থার শোরুমে ডাকাতি হয়েছে। সেখানেও গুলি চলে। শোরুমের কর্মীদের মারধর করে প্রায় ৯০ শতাংশ গয়না লুট করে নেওয়া হয়। ইতিমধ্যে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এক জনের গুলিবিদ্ধ হওয়ার খবরও মিলেছে।
সূত্রের খবর, পুলিশের গুলিতে দুই ডাকাত জখম হয়েছে। তাদের রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশ সুপার নিজে উপস্থিত হয়েছেন ঘটনাস্থলে
অপরদিকে, পুরুলিয়ার ওই সংস্থার একটি সোনার গহনার দোকানেও ডাকাতি হয়। নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে ডাকাতি। প্রায় আটজনের ডাকাত দল ঢোকে সোনার গহনার দোকানে। আট কোটি টাকার সোনা ও হিরে নিয়ে চম্পট দেয় তারা। সঙ্গে নিয়ে যায় সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কও। তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, পুরুলিয়ার (Purulia) নামপাড়া এলাকায় ৭ জনের ডাকাত দল খদ্দের সেজে ঢোকে। তারপর গহনার দোকানে প্রবেশের পর স্বমূর্তি ধারণ করে তারা। গোটা দোকানে প্রায় আধ ঘণ্টা ধরে লুঠপাট চালায় তারা। তারপর বাইকে চম্পট দেয়। ঘটনার পর জেলা পুলিশের পদস্থ কর্তারা সেখানে পৌঁছন। তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন – স্বস্তির খবর, গ্য়াসের সিলিন্ডারের দাম কমল এক ধাক্কায় ২০০ টাকা
নদিয়ার পুলিশ জেলার সুপার কে কান্নান বলেন, ‘‘ডাকাত দলকে ধাওয়া করে চার জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’’
( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং YouTube )