
এবার Bjp-Congressজোটের হাতছাড়া হলো Puruliya বরাবাজার পঞ্চায়েত সমিতি l কোন প্রতিদ্বন্দ্বীতা ছাড়াই সমিতির নতুন সভাপতি হলেন তৃণমূলের প্রতুল মাহাতো। উপস্থিত থেকে কোন রকম ভোটাভুটিতে না গিয়ে তৃণমূলের প্রস্তাবিত প্রার্থীকে সায় দিলেন বিজেপির সদস্যরা। ফলে অনায়াসে সমিতির চেয়ার দখল নিল তৃণমূল।
শুক্রবার পুরুলিয়ার বরাবাজার পঞ্চায়েত সমিতির নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসায় ছিলএলাকার সাধারণ মানুষজনের মধ্যে। নিরাপত্তা ছিল আঁটোসাঁটো l পঞ্চায়েত সমিতির সভাপতি নাম ঘোষনা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীরা l
এদিন নব নির্বাচিত সভাপতি প্রতুল মাহাতো বলেন, “দলের জেলা নেতৃত্ব আমার ওপর আস্থা রাখায় আমি ভীষণই খুশি l দলের নির্দেশ মেনে সকল সদস্যকে একসাথে নিয়ে উন্নয়নের কাজ করে যাব l” পশাপাশি এদিন এই পঞ্চায়েত সমিতিতে দলনেত্রীর নামও ঘোষনা করা হয়। দলনেত্রী হন মৌমিতা সিংহ দেব।
আর ও পড়ুন ; ২১এর ভোটে হেরেও TMC-কে টেক্কা দিলো CP(I)M, কীভাবে?
জেলা প্রশাসন সুত্রে জানা গিয়েছে, বরাবাজার পঞ্চায়েত সমিতির মোট আসন ২৮ টিl গত ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচন ১৪ টি আসনে জয়ী হয় তৃনমুল। ১৩ টি আসনে জিতে বিজেপি। একটি আসন পায় কংগ্রেস। ২০১৮ সালে ৫ই সেপ্টেম্বর সভাপতি নির্বাচনের দিন কংগ্রেস সদস্য বিজেপিকে সমর্থন করে l ফলে Puruliya Bjp-Congress টাই হয়ে যায় l এই সময় নির্বাচন কক্ষে ঝামেলাপাকায় ভাজপার জয়ী সদস্যরা l
সমিতির দখল করতে বিজেপি সদস্যরা ব্যালট ছিঁড়ে দেয় বলে অভিযোগ। ২০১৯ সালের ১০ জুলাই হাইকোর্টের নির্দেশে সভাপতির চেয়ারে বসেন কংগ্রেসের রামজীবন মাহাতো l এরপরেই ব্লক এলাকায় বিজেপির গোষ্ঠিল শুরু হয়। ধাপে ধাপে বিজেপির পাঁচ জয়ী সদস্য তৃণমুলে যোগদান করে। এরপরেই ওই পঞ্চায়েত সমিতি অনাস্থার প্রক্রিয়া শুরু করে তৃনমুল।
অনাস্থা আসার সময়ের মধ্যেই গত জুন মাসে বয়স্ক জনীত কারনে মৃত্যু হয় পঞ্চায়েত সমিতির সভাপতি কংগ্রেসের রামজীবন মাহাতোর। ফলে পঞ্চায়েত সমিতির কাজকর্ম অচল হয়ে পড়ে। এরপরেই নতুন করে পঞ্চায়েত সমিতি গঠন করার কাজ শুরু হয়। এদিন সভাপতির নির্বাচন সভায় মোট ২৭ সদস্যই উপস্থিত ছিলেন l এদিন তৃনমুলের পক্ষ থেকে প্রতুল মাহাতো না প্রস্তাব রাখা হয়। কোন ভোটাবুটি ছাড়াও সেই নামকেই সায় দেন সমস্ত জয়ী সদস্যরাই।
এদিন বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সরেন বলেন, ” বরাবাজার পঞ্চায়েত সমিতিতে গত তিন বছর ধরে কোন উন্নয়ন মুলক কাজ হয়নি। এবার মানুষের দাবি মেনে সংসহত পরিকল্পনা র মাধ্যমে উন্নয়নের কাজ শুরু করবেন সভাপতি।
এদিন পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী দাবি করেন, এখন তৃণমূল সংখ্যাগরিষ্ঠ এসেছে ওই পঞ্চায়েত সমিতিতেl ফলে আমরা বিরোধী হয়েই কাজ করব l”