শহর ছাড়লেন রচনা? কোথায় হারালেন সকলের প্রিয় দিদি? রচনা বন্দ্যোপাধ্যায়। একটা সময় একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন যিনি, তাঁর সঙ্গেই আজ ভক্তদের নিত্য যোগাযোগ। মাধ্যম- টিভির পর্দা। ঝড়ের গতিতে ভাইরাল তাঁকে কেন্দ্র করে এক একটি খবরয টলিপাড়ায় তাঁর দাপট থেকে চাহিদা, দুই তুঙ্গে। বয়স যেন তাঁর বাড়ে না। গত ১০ বছর ধরে নিত্য দর্শকদের দরবারে তাঁর আনাগোনা। দিদি নম্বর ১ সেট থেকে মাত্র দুইবার বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। তবে দর্শকেরা তাঁকেই বারেবারে ফিরে পেতে চেয়েছেন। ঘুরতে বেজায় ভালবাসেন রচনা। সময় পেলেই বেড়িয়ে পড়েন ডে ট্রিপে। তবে রচনা বন্দ্যোপাধ্যায় এবার কোথায় গেলে?
নিত্যদিন লাইট ক্যামেরা অ্যাকশনের মুখোমুখি হতে হতে কোথাও গিয়ে যেন ক্লান্ত হয়ে পরে। তাই কয়েকদিনের ছুটি পেলেই বেরিয়ে পড়া পছব্দ মত জায়গাতে। এবারও কয়েকদিনের ছুটি নিয়ে একান্তে সময় কাটাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। পোস্ট দেখা মাত্রই ভালবাসায় ভরিয়ে দিলেন ভক্তরা। কয়েকদিন আগেই পায়ে চোট পেয়েছিলেন অভিনেত্রী। বসে বসে করতে হয়েছিল শুটিং। তবে এবার সুস্থ হয়ে সোজা পাহাড়। স্টানিং লুকে ছবি শেয়ার করে সকলের দৃষ্টি আকর্ষণ করলেন। তবে রচনা কোথায় গিয়েছেন, তা নিয়ে কৌতুহলের পারদ তুঙ্গে। ভক্তরাই শুরু করে দিলেন অনুমান করা, অধিকাংশেরই মত, বেনারস। তবে ছেলেকে সঙ্গে নিয়েই পাড়ি দিলেন অভিনেত্রী।
আরও পড়ুন – নতুন নির্দেশ প্রকাশ্যে আসতেই ভাড়া বৃদ্ধির দাবিতে ফের সরব! বাস তুলে নেওয়ার…
সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Bandopadhay) সোশ্যাল মিডিয়ায় (Social Media) চোখ রাখলেন নজরে পড়বে পাহাড় কোলে হারিয়েছেন অভিনেত্রী। সেখান থেকেই একের পর এক পোস্ট করে চলেছেন। কোথায় গেলেন, তার উল্লেখন না থাকলেন, কাদের সঙ্গে গেলেন, তা স্পষ্ট জানিয়ে দিলেন ভক্তদের। রচনার সঙ্গী এবার তাঁর বন্ধুরা। বন্ধুদের সঙ্গে সময় সুযোগ পেলেই ছোট্ট একটা ট্রিপ সেরে ফেলেন রচনা। কেবল তাঁর কাছেই নয়, বহু তারকার কাছেই এই ভ্যাকেশন হল অক্সিজেন সম। গত ১০ বছর ধরে নিত্য দর্শকদের দরবারে তাঁর আনাগোনা। দিদি নম্বর ১ সেট থেকে মাত্র দুইবার বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। তবে দর্শকেরা তাঁকেই বারেবারে ফিরে পেতে চেয়েছেন।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং youtube)