হাথরাসে পৌঁছতে বাঁধা যোগী সরকারের, গ্রেফতার রাহুল ও প্রিয়াঙ্কা

হাথরাসে পৌঁছতে বাঁধা যোগী সরকারের, গ্রেফতার রাহুল ও প্রিয়াঙ্কা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, উওর প্রদেশ, ১ অক্টোবর,২০২০

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধিকে হাথরাসে নির্যাতিতার বাড়ি যেতে মাঝ রাস্তাতেই আটকাল পুলিশ। সরাসরি ধাক্কা থেকে হাতাহাতি পুলিশের সঙ্গে রাহুল গান্ধীর। লাঠিচার্জ, তুমুল ধাক্কাধাক্কির পর গ্রেফতার রাহুল প্রিয়াঙ্কা। রাহুল গান্ধীর পাল্টা প্রশ্ন, আমি কি কোন অন্যায় করেছি? কোন আইনে আটক করা হচ্ছে আমায়?

নির্যাতিতার বাড়িতে প্রথমে গাড়িতে যেতে বাঁধা দেওয়া হলে হেঁটে যাওয়া শুরু করেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। পুলিশের যুক্তি, পরিস্থিতি বেসামাল হওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ যুক্তি না মেনে এগোতেই রাহুল গান্ধিকে আটক করা হয়েছে।

 এরপরেই রাহুল গান্ধী ট্যুইটারে লেখেন, “উত্তরপ্রদেশে জঙ্গলরাজ চলছে। সরকার এতটাই ভীত যে কেউ শোকগ্রস্থর সঙ্গে দেখা করলেও সরকারকে ভয় পেতে হয়।”

হাথরাস পৌঁছনোর আগেই গ্রেটার নয়ডায় ঢুকতেই কনভয় আটকায় পুলিস। ধ্বস্তাধস্তির সময় রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতে দেখা যায়। রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর সাথে এই যাত্রায় ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও রনদ্বিপ সিং সুরেজওয়ালা।

আরও পড়ুন…সল্টলেকের পর লেকটাউন, আবারও কলকাতায় শ্লীলতাহানি

উল্লেখ্য, উত্তরপ্রদেশের হাথরসে দলিত মেয়ের গণধর্ষণ কাণ্ডে উতপ্ত গোটা দেশ। যদিও ন্যায়বিচারের আশ্বাস দিয়েছে যোগী সরকার।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top