Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
Rail hawkers call for mass movement against railways

রেলের বিরুদ্ধে বৃহৎ আন্দোলনের ডাক রেল হকারদের (Rail hawkers)

রেলের বিরুদ্ধে বৃহৎ আন্দোলনের ডাক রেল হকারদের (Rail hawkers)

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Rail hawkers
রেলের বিরুদ্ধে বৃহৎ আন্দোলনের ডাক রেল হকারদের (Rail hawkers)
ছবি সংগ্রহে সাইন টিভি

রেল দপ্তরে বিভিন্ন রেলস্টেশনে দোকানপাট করা বন্ধ করে দিয়েছে এর এলাকার রেল ব্যবসায়ীদের। এছাড়াও রেল দপ্তরের স্পেশাল ট্রেনে হকারদের ব্যবসা করতে দিচ্ছে না আর পিএফ। এর ফলে রিয়েল হকারদের তরফে সংসার চালানো দুর্বিষহ হয়ে উঠেছে চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছেন হাজার হাজার রেল হকার (Rail hawkers) ।

 

আগামী দিন রেল হকাররা কি করবেন কিভাবে বেঁচে থাকবেন এবং এর বিভিন্ন রেলস্টেশন এবং রেলের বগি আদৌ হকারি করতে দেবে কিনা রেল দপ্তরের নিরাপত্তারক্ষীরা সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক কনভেনশন হয়।

 

রবিবার নবদ্বীপ ধাম রেলস্টেশন সংলগ্ন একটি বেসরকারি হল ঘরে রেলের হকারদের নিয়ে হাওড়া কাটোয়া সুবর্ণবন প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কনভেনশন হয়। এছাড়াও নবদ্বীপ স্টেশন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভা বিধায়ক তপন চট্টোপাধ্যায় সিপিএমের প্রাক্তন বিধায়ক সুব্রত ভাওয়াল, ব্যান্ডেল কাটোয়া রেল শাখার অ্যাসোসিয়েশনের সম্পাদক সৌমেন অধিকারী এবং বামপন্থী লিবারেশন সংগঠনের পক্ষে ছিলেন অশোক রায় চৌধুরী সহ একাধিক নেতৃত্ব।

 

করোনার পর থেকেই কেন্দ্রের বিজেপি সরকার পরিকল্পিতভাবে রেল হকারদের উপর আঘাত নিয়ে এসেছে। এই সমস্ত রেল পথে হাজার হাজার রেল হকার কাজ করে সংসার চালান অথচ করোনা পরিস্থিতির সময়কাল থেকে রেল হকারদের ব্যবসা বন্ধ করে দিয়েছে বিভিন্ন রেলস্টেশন চত্বরে।

 

দিনের পর দিন দোকান নষ্ট হতে বসেছে। এছাড়াও স্পেশাল ট্রেনে হকারদের (Rail hawkers) উপর নেমে এসেছে একাধিক মানসিক অত্যাচার। অভিযোগ আর পি এফ নিরাপত্তারক্ষীরা হকারদের উপর মানসিক অত্যাচার চালাচ্ছে। বিনা কারণে গ্রেফতার করে কোর্টে চালান দিচ্ছে। অথবা এইসকল গরিব মানুষের জরিমানা করছে। আদৌ কোন দিন বা আগামী দিন রেল হকাররা কোন রকম ব্যবসা করতে পারবেন কিনা এই নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন?

 

এখানে উপস্থিত তৃণমূল এবং বামপন্থী সংগঠনের নেতৃত্ব অভিযোগ করেন কেন্দ্রের বিজেপি সরকার রেল দপ্তরের মন্ত্রী তিনি একাধিক ভাবে শ্রমিকদের উপর আঘাত নিয়ে এসেছে। কোনভাবেই রিয়েল হকার দা তাদের সংসারের জন্য ব্যবসা করতে পারছেন না। বাঁশবেড়িয়া থেকে কাটোয়া পর্যন্ত আমাদের রেল হকাররা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন তাই আগামী দিন রেল দপ্তরে আমাদের রেল হকারদের (Rail hawkers) জন্য কতটুক সহানুভূতিশীল হতে পারবেন একাধিক প্রশ্ন উঠেছে বিভিন্ন রেল হকারদের মধ্যে অথচ আমরা যাত্রীদের নানাবিধ পরিষেবায় কাজ করে থাকি তাদের সুবিধা অসুবিধায় আমরা সহযোগিতা করি। এই রেল শাখায় রয়েছে একাধিক পর্যটক কেন্দ্র।

 

পর্যটকরা আসে তাদের সহযোগিতা করে থাকি কিন্তু রেল দপ্তর আমাদের হকারদের নিয়ে কোনোরকম ভাবনা চিন্তা করছে না তাই আগামী দিন বেঁচে থাকার জন্য আমরা বৃহৎ আন্দোলন সংগঠিত করবো জানিয়ে দেন নেতৃত্ব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top