হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের সময়সূচিতে রদবদল, ১০ এপ্রিল থেকে কার্যকর হবে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের সময়সূচিতে রদবদল, ১০ এপ্রিল থেকে কার্যকর হবে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের সময়সূচিতে রদবদল, ১০ এপ্রিল থেকে কার্যকর হবে , হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারতের সময়ের কিছু রদবদল করল রেল। তবে এই সময়ের রদবদল শুধু বারসোই স্টেশনের ক্ষেত্রে করা হয়েছে বলে রেল সূত্রে খবর। আপ এবং ডাউন দু’ক্ষেত্রেই বারসোই স্টেশনে সময়সূচি খানিকটা বদলানো হয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। হাওড়া থেকে ট্রেনটি ৫টা ৫৫ মিনিটে ছেড়ে দুপুর ১টা ২৫ মিনিটে নিউ জলপাইগুড়িতে পৌঁছয়। গত বছরের ৩০ ডিসেম্বর হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া থেকে ট্রেনটি ৫টা ৫৫ মিনিটে ছেড়ে দুপুর ১টা ২৫ মিনিটে নিউ জলপাইগুড়িতে পৌঁছয়। মোট সাড়ে ৭ ঘণ্টার সফর।

 

 

 

 

 

 

বর্তমান সময়সূচি অনুযায়ী হাওড়া থেকে সকাল ৫টা ৫৫ মিনিটে ছেড়ে বারসোই স্টেশনে বন্দে ভারত পৌঁছয় ১১টা ৫০ মিনিটে। কিন্তু রেল জানিয়েছে, নতুন সময়সূচি অনুযায়ী, আপ বন্দে ভারত বারসোই স্টেশনে পৌঁছবে ১১টা ৩৮ মিনিটে। দু’মিনিট দাঁড়াবে স্টেশনে। তার পর আবার রওনা দেবে গন্তব্যের দিকে।

 

 

 

 

 

অন্য দিকে, বর্তমান সময়সূচি অনুযায়ী, ২২৩০২ ডাউন নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে বারসোই স্টেশনে পৌঁছয় বিকেল ৪টে ৪৪ মিনিটে। আগামী ১০ এপ্রিল থেকে বারসোই স্টেশনে ডাউন বন্দে ভারত পৌঁছবে ৪টে ৩৩ মিনিটে। হাওড়ার দিকে ফেরার সময়েও বারসোই স্টেশনে দু’মিনিট দাঁড়াবে ট্রেনটি। তবে বাকি স্টেশনের ক্ষেত্রে সময় অপরিবর্তিতই রয়েছে বলে জানিয়েছেন রেল।

 

 

আরও পড়ুন –   হাইকোর্টের নির্দেশ মিলতেই শুভেন্দুর সভার প্রস্তুতি শুরু

 

 

রেল জানিয়েছে, আগামী ১০ এপ্রিল থেকে নতুন সময়সূচি কার্যকর হবে আপ এবং ডাউন বন্দে ভারতের ক্ষেত্রে। হাওড়া স্টেশন থেকে ২২৩০১ আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত সকাল ৫টা ৫৫ মিনিটে ছাড়ে। ট্রেনটি যাওয়া এবং আসার পথে বোলপুর, মালদহ টাউন এবং বারসোই স্টেশনে থামে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top