আগামী কয়েকদিন ভারী বৃষ্টিতে ( Rain ) ভিজবে রাজ্যের উত্তরবঙ্গ (Northbengal) ও দক্ষিণবঙ্গ (Southbengal)

আগামী কয়েকদিন ভারী বৃষ্টিতে ( Rain ) ভিজবে রাজ্যের উত্তরবঙ্গ (Northbengal) ও দক্ষিণবঙ্গ (Southbengal)

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Southbengal
আগামী কয়েকদিন ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ (Northbengal) ও দক্ষিণবঙ্গ  (Southbengal)
ছবি সংগ্রহে ; সাইন টিভি

ভারী বৃষ্টির ( Rain ) সম্ভাবনা  রয়েছে দেশের একাধিক রাজ্যে। আপাতত   ভারী বৃষ্টি ( Rain ) থেকে   রক্ষা নেই হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলির। একদিকে দিঘার কাছে মৌসুমী অক্ষরেখা এবং ঝাড়খণ্ডের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

এই ঘুর্ণাবর্তের  জেরে রাজ্যের উত্তরবঙ্গ (Northbengal) ও দক্ষিণবঙ্গেও (Southbengal) বৃষ্টি চলবে। পাশাপাশি বাতাসে আর্দ্রতা বেশি থাকার অস্বস্তি বজায় থাকবে।

 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২০ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়।

 

শুক্রবারেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আগামী দিন পাঁচেকে দিনেতর তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

 

আর ও পড়ুন  কারাগারে অনেকটা নীরবে সময় কাটচ্ছে বাংলাদেশের (Bangladesh) নায়িকা পরীমনি (Porimoni)

 

দক্ষিণবঙ্গেও (Southbengal) ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।  বুধবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৯ অগাস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

 

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্তা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গের (Northbengal) মতোই আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

 

আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস আগেকার মতোই। বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে।

 

আর ও পড়ুন  আফগানিস্তানে (Afghanistan) ফিরেছেন তালিবান নেতা মোল্লা আব্দুল গনি বরাদর (Abdul Gani Baradar)

 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২০ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের (Northbengal)   দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top