ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর,আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের আনাগোনা। মাঝেমধ্যেই আবার মেঘের চাদর সরিয়ে উঁকি মারছে সূর্য। রয়েছে গুমোট ভাবও। তবে এই অস্বস্তি ভাব থেকে খানিকটা রেহাই পেতে পারেন শহরবাসী। ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। শুধু কলকাতা নয়, রাজ্যের অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বুধবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়বৃষ্টি হয়েছে। বিশেষত, ঝড়বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে কলকাতায় এখনও পর্যন্ত বৃষ্টি অধরা। হাওয়া অফিসের পূর্বাভাস মিললে শীঘ্রই বৃষ্টি পেতে পারে শহর।
আরও পড়ুন – মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে এখনই অবমাননার মামলা করার অনুমতি দিল না আদালত
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, রাজ্যে আগামী ৩ দিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এছাড়াও জানিয়েছে, , বৃহস্পতিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)