নিজস্ব সংবাদদাতা ২০ নভেম্বর ২০২০ : স্ত্রীকে দিনের পর দিন রেপ করত পাড়াতে থাকা এক ভাড়াটিয়া।এমনই অভিযোগ তুলেছে বরানগরের ন’পাড়ার বাসিন্দা রাজা দাস।
অভিযুক্ত ওই ব্যাক্তি পেশায় একজন ফুচকা বিক্রেতা। অভিযুক্ত ওই ব্যাক্তির নাম অজয়। দিনের পর দিন রেপ করলেও তাঁর স্ত্রী কোনও কিছু জানাতে সাহস পায়নি। তারপর ভাড়া বাড়ি ছেড়ে দিতেই তাঁর স্ত্রী সব কথা খুলে বলে কিন্তু কোনও প্রমান না থাকায় পুলিশের দারস্থ হতে সাহস পায়নি তাঁরা। তারপরই মারার ছক করে স্বামী স্ত্রী। সেই মতো একটি অস্ত্র এবং একটি গুলি জোগাড় করে। তারপরেও আরও গুলি কেনার জন্য নিউটাউনে আসে। পুলিশ খবর পায় যে নিউটাউনে এক ব্যক্তি গুলির স্যাম্পেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই মতো নিউটাউন এর ইকোপার্ক থানার পুলিশ গতকাল রাতে আকাঙ্খা মোড় এলাকা থেকে গ্রেফতার করে তাঁকে ।
আরও পড়ুন…ছটপুজো উপলক্ষে সেজে উঠেছে মহানন্দা নদীর ঘাট
জিজ্ঞাসাবাদে সব ঘটনা নিজের মুখে জানিয়েছে সে। ।আজ তাকে বারাসাত কোর্টে তোলা হবে।