নিজস্ব সংবাদদাতা, ৯ অক্টোবর, ২০২০ : আই পি এলে আজকে মাঠে নামছে দিল্লি বনাম রাজস্থান। অশ্বিন ও বাটলার মানকাডিং যুদ্ধের ছায়ায় আজ শারজায় দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস।
https://twitter.com/IPL/status/1314453037730193409?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1314453037730193409%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fsports%2Fthe-ashwin-vs-buttler-subplot-as-rajasthan-royals-look-to-relaunch-against-high-flying-delhi-capitals_343522.html
পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলে সাত নম্বরে রয়েছে রাজস্থান। অন্যদিকে পাঁচ ম্যাচের চারটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। টিং এবং বোলিং এর চমৎকার ব্যালান্স রয়েছে দিল্লি দলে। পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থের পাশাপাশি মার্কাস স্টোইনিস, কাগিসো রাবাডা, এনরিক নর্টজেরা ভরসা জোগাচ্ছেন দিল্লিকে।
আরও পড়ুন…করোনা আবহে আর্থিক সংকটে মাইক ব্যাবসায়ীরা
অন্যদিকে আগের ম্যাচের রান পেয়েছেন রাজস্থানের জস বাটলার।