Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
বলিউড থেকে বিরতি নিতে চাইছেন অভিনেতা রজতাভ দত্ত?

বলিউড থেকে বিরতি নিতে চাইছেন অভিনেতা রজতাভ দত্ত? কারণ কী?

বলিউড থেকে বিরতি নিতে চাইছেন অভিনেতা রজতাভ দত্ত? কারণ কী?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বলিউড থেকে বিরতি নিতে চাইছেন অভিনেতা রজতাভ দত্ত? কারণ কী? এখনও পর্যন্ত সাতটি হিন্দি প্রোজেক্টে অভিনয় করেছেন। সতীশ কৌশিকের মতো অভিনেতাকে তিনি পর্দায় হুমকি দিচ্ছেন! সম্প্রতি মুক্তিপ্রাপ্ত হিন্দি ওয়েব সিরিজ় ‘গানস অ্যান্ড গুলাবস’-এর আফিম মাফিয়া সুকান্তের চরিত্রে রজতাভ দত্তকে দর্শকের পছন্দ হয়েছে। অভিনেতা নিজে কী রকম প্রতিক্রিয়া পেলেন? রজতাভ হেসে বললেন, ‘‘হোয়াটস‌্অ্যাপ ছাড়া অন্য কোনও সমাজমাধ্যমে আমি নেই। তাই অনুরাগীদের তরফে এখনও কিছু জানতে পারিনি। বন্ধুরা বরং আমাকে মেসেজ করে তাঁদের ভাল লাগার কথা আমাকে জানাচ্ছেন’’।

 

 

 

 

 

 

 

এক সময় বিশাল ভরদ্বাজের ‘কামিনে’ ছবিতে দর্শকদের চমকে দিয়েছিলেন রজতাভ। ‘গানস অ্যান্ড গুলাবস’ তাঁর সপ্তম হিন্দি প্রোজেক্ট। কিন্তু রজতাভ কিন্তু বলিউড নিয়ে আপাতত খুব বেশি আগ্রহী নন। কারণ কী? রজতাভ বললেন, ‘‘আসলে হিন্দি তো আমার ভাষা নয়। ফলে ভাষাটা মনে রাখতে গিয়ে মনে হয়, নিজের অনেকটা এনার্জি নষ্ট হয়ে যায়।’’ ডেটের সমস্যার জন্য বিশালের তরফেই কাজের প্রস্তাব ফিরিয়েছেন বলে জানালেন রজতাভ। বললেন, ‘‘বাড়ি ছেড়ে খুব বেশি দিন বাইরে থাকতে পারি না। তা ছাড়া হিন্দি কাজের ডেট মূলত সেই কাজের মুখ্য তারকাদের কেন্দ্র করে ফেলা হয়। ফলে আমার ডেট নিয়ে সমস্যা হতেই থাকে।’’ তার মানে কি বলিউডে আর কাজ করতে চাইছেন না রজতাভ? হেসে বললেন, ‘‘আমি আপাতত এটাই শেষ হিন্দি কাজ বলে ঠিক করেছি। বাংলায় কাজ করে দিব্যি আনন্দে রয়েছি। পরে ভাল কোনও প্রস্তাব এলে তখন ভেবে দেখব।’’

 

 

 

আরও পড়ুন – কর্ণ-কঙ্গনার সম্পর্ক আদায় কাঁচকলা, হঠাৎ কেন এ বার মিটমাট করতে চাইছেন দু’পক্ষ?

 

তবে বলিউডে উৎসাহী না হলেও চলতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে রজতাভ অভিনীত ছবি ‘ক্যাফে ওয়াল’। অরুদীপ্ত দাশগুপ্ত পরিচালিত এই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন রজতাভ। বললেন, ‘‘তথাকথিত পুলিসের গল্পে একটা কাঠামো থাকে। এটা একটু আলাদা। তদন্তের খুঁটিনাটির তুলনায় আমি বলব সেখানে শিহরণের পরিমাণ বেশি।’’ এ ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে রজতাভ অভিনীত এবং সৌরভ দাস পরিচালিত কল্পবিজ্ঞানের ছবি ‘কোহিনুর’। ২০৬০ সালের প্রেক্ষাপটে চর্চিত এই হীরেকে ঘিরে রহস্য ঘনীভূত হয়। তবে ছবিতে রজতাভর চরিত্রটি আপাতত আড়ালেই রাখতে চাইচেন নির্মাতারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top