Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
যোগীকে পা ছুঁয়ে প্রণাম রজনীকান্তের,

৫২ বছরের মুখ্যমন্ত্রী যোগীর পা ছুঁয়ে প্রণাম করেন ৭২ বছরের অভিনেতা রজনীকান্ত, চেন্নাই ফিরতেই কী বললেন ‘থালাইভা’?

৫২ বছরের মুখ্যমন্ত্রী যোগীর পা ছুঁয়ে প্রণাম করেন ৭২ বছরের অভিনেতা রজনীকান্ত, চেন্নাই ফিরতেই কী বললেন ‘থালাইভা’?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৫২ বছরের মুখ্যমন্ত্রী যোগীর পা ছুঁয়ে প্রণাম করেন ৭২ বছরের অভিনেতা রজনীকান্ত। চেন্নাই ফিরতেই কী বললেন ‘থালাইভা’? দেশজুড়ে তুমুল সাফল্য পেয়েছে রজনীকান্ত (Rajinikanth) অভিনীত ছবি ‘জেলর’। সেই ছবির বিশেষ প্রদর্শনীতে উত্তরপ্রদেশ যান অভিনেতা। সেখানে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Uttar Pradesh Yogi Adityanath) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অভিনেতা। এত দূর সব ঠিকই ছিল, কিন্ত গোল বাঁধে অভিনেতার এক ব্যবহারে! বছর ৫২-এর যোগীর পা ছুঁয়ে প্রণাম করেন ৭২ বছরের অভিনেতা। তাতেই বেজায় ক্ষুব্ধ হন তাঁর অনুরাগীরা। রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে থাকেন তাঁরা। অবশেষে চেন্নাইতে ফিরতেই নিজের কৃতকর্মের সাফাই দিলেন ‘থালাইভা’।

 

 

 

 

 

কেন এত বড় এক জন অভিনেতা পা ছুঁয়ে প্রণাম করবেন তাঁর থেকে প্রায় বছর কুড়ির ছোট রাজনীতিককে? সমাজমাধ্যমে (Social Media) কেউ লিখেছেন, ‘‘আত্মসম্মানটা কি তামিলনাড়ুতে রেখে এসেছেন?’’ কেউ কেউ তো আবার বিশ্বাসই করতে পারছেন না, এমন কোনও ঘটনা ঘটেছে! তাঁদের বক্তব্য, ‘‘উনি কি সত্যি যোগীর পাঁ ছুঁয়েছেন?’’ এমন নানা প্রশ্নে তোলপাড়া ছিল সমাজমাধ্যম। তাই রাজ্যে ফিরতেই তড়ঘড়ি বিবৃতি দিয়ে খানিকটা ‘ড্র্যামেজ কন্ট্রোল’-এর চেষ্টা করলেন রজনীকান্ত (Rajinikanth)!

 

 

 

 

আরও পড়ুন – বলিউড থেকে বিরতি নিতে চাইছেন অভিনেতা রজতাভ দত্ত? কারণ কী?

 

 

 

 

 

 

 

সর্বভারতীয় মেগাতারকা তিনি। দেবতার মতো তাঁর পুজো করেন দক্ষিণের দর্শক। থালাইভার আচরণে অনেকেই ব্যথিত। অবশেষে লখনউ থেকে চেন্নাই ফিরতে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন রজনীকান্ত (Rajinikanth)। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘সন্ন্যাসী বা যোগীদের সব সময়ই পা ছুঁয়ে প্রণাম করি। বয়সে ছোট হোক বা বড় হোক। তিনি যে প্রতিষ্ঠানের সঙ্গেই যুক্ত থাক না কেন, আমি তাঁকে এ ভাবেই সম্মান করি।”

 

 

 

আরও পড়ুন – মদ বিক্রি না করেই আবগারি দফতরের আয় ২৬০০ কোটি টাকার বেশি ,…

 

( সব খবর , ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facbeook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top