‘সরাসরি মুখ্যমন্ত্রী’র মোবাইল নম্বর ঘিরে বিতর্ক, কী বললেন কমিশনার? ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ ও ‘দিদিকে বল’ – দুই কর্মসূচির ক্ষেত্রে কেন একই নম্বর ব্যবহার করা হচ্ছে, এই প্রশ্ন তুলে একাধিকবার রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি (BJP)। সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে সেই বিষয়টাকে ‘প্রশাসনিক ব্যাপার’ বলে দাবি করলেন কমিশনার রাজীব সিনহা (Rajiv Sinha)। দুই কর্মসূচিতে একই নম্বর ব্যবহার করার ক্ষেত্রে প্রশাসন ও দলকে এক করে ফেলা হচ্ছে বলেই অভিযোগ গেরুয়া শিবিরের। একই সঙ্গে নির্বাচনী বিধি কার্যকর হওয়ার পরও কেন এমন একটি কর্মসূচি চলছে, সেই প্রশ্নও তুলেছিল বিরোধীরা। মঙ্গলবার কমিশন থেকে বেরনোর সময় এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল কমিশনারকে। তিনি উত্তরে বলেন, “এটা প্রশাসনিক ব্যাপার। আমাদের কিছু করার নেই।”
তবে ভোট গ্রহণের দফা নিয়ে এদিন কোনও উত্তর দিতে চাননি তিনি। একদফাতেই ভোট হবে বলে ঘোষণা করা হয়েছে। বিরোধীরা দফা বাড়ানোর দাবি জানিয়ে আদালতের দ্বারস্থও হয়েছিলেন। তবে কমিশনের তরফ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন – ‘আপনি ঠিক আছেন তো?’ আঘাতের খবর পেয়ে মমতাকে ফোন রাজ্যপাল সিভি আনন্দ…
আরও পড়ুন – ২৪ জুলাই রাজ্যসভার নির্বাচন, কার কার মেয়াদ ফুরোচ্ছে?
এদিনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি করেছেন, তাঁকে কমিশনার বলেছেন, ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে সেই মোবাইল নম্বর। মঙ্গলবারই কমিশনারের সঙ্গে দেখা করেন শুভেন্দু (Suvendu Adhikari)। বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, তাঁকে নম্বর মুছে ফেলার কথা বলেছেন কমিশনার। উল্লেখ্য, নির্বাচন ঘোষণা হওয়ার কিছুদিন আগেই ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামে ওই কর্মসূচির জন্য একটি মোবাইল নম্বর চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। অভিযোগ, এর আগে দিদিকে বল নামে যে দলীয় কর্মসূচি চালু হয়েছিল, সেখানেও দেওয়া হয়েছিল একই মোবাইল নম্বর।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )