হিন্দুদের একটি অন্যতম উৎসব হল রাখি পূর্ণিমা (Rakhi Purnima) । গোটা ভারত জুড়ে উদযাপন হয় এই উৎসবের।এই বছর রাখি পূর্ণিমা (Rakhi Purnima) পড়েছে ২২ অগাস্ট, রবিবার। মূলত বোন -দিদিরা তাঁদের ভাইয়ের সুরক্ষার জন্যে হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই -বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাঁদের হাতে রাখি বাঁধা যায়। তাই এখনও পর্যন্ত রাখি বন্ধন উৎসব উপলক্ষে বিশেষ উপহার না কিনে থাকেন, তাহলে দেখেনিন আজকের এই প্রতিবেদন
ডিফিউজার
রাখি পূর্ণিমায় (Rakhi Purnima) উপহার দিতে পারেন ডিফিউজার। এখনও অনেকেরই বাড়িতেই কাটছে বেশিরভাগ সময়। চারিদিকের সুগন্ধতে মনও থাকবে ভাল। আর এসেন্সিয়াল ওয়েল শেষ হলেও চিন্তা নেই। পড়ে নতুন কোনও মন পসন্দ ফ্লেবারের তেল কিনে নিতে পারেন সহজেই।
হেডফোন
যদি আপনার ভাই কিংবা বোন গান শুনতে ভালোবাসেন, তাহলে তাঁকে দিতে পারেন ব্লুটুথ কিংবা স্মার্ট হেডফোন। গান শোনা ছাড়াও এটা এমন একটা জিনিস যা, সব সময় কাজে লাগে।
কিট ব্যাগ
ছেলে-মেয়ে নির্বিশেষে সকলের প্রয়োজন হয় ট্রাভেল কিট ব্যাগ। বাজারে কিংবা অনলাইনে নিত্যনতুন রকমারি এই ধরণের ব্যাগ এখন পাওয়া যায়। যেখানে প্রয়োজনীয় এবং পছন্দসই জিনিস আপনি সহজেই গুছিয়ে রাখতে পারেন। এই জিনিসটি যেমন হবে কাজের, তেমনই সব সময় কাছে থাকবে এই উপহার।
সুগন্ধী মোম
ভাল গন্ধ সকলেরই পছন্দ। তার সঙ্গে মোমের হলুদ আলো অনেকেরই প্রিয়। তাই রাখি পূর্ণিমায় উপহার দিতে পারেন সুগন্ধী মোম। সুগন্ধ ও আলোর মিশেলে তাঁর মন হয়ে উঠবে আনন্দময়।
কেক বেক করুন
রাখি বন্ধনে সারপ্রাইজ দিতে বানাতে পারেন ভাই বা বোনের পছন্দের ফ্লেবারের কেক। অতিমারী পরিস্থিতিতে বাইরের থেকে জিনিস কম আনাই ভাল। তাই বাড়িতে কেক বেক করলে সেটি কম ক্ষতিকারক হবে।
স্মার্ট ওয়াচ
যারা গ্যাজেট ভালোবাসেন, তাঁদের জন্য স্মার্ট ওয়াচ খুব ভাল উপহার। প্রয়োজন ছাড়া এটা বর্তমানে ফ্যাশন অ্যাক্সেসরি হিসাবেও ব্যবহার করা হয়।
বাড়িতে তৈরি চকোলেট
শুভ দিন মানেই মিষ্টিমুখ। তাছাড়া চকলেট পছন্দ করেন না, এরকম মানুষ খুবই বিরল। তাই এই বছরের রাখি বন্ধনে বাজার চলতি খুব খুব সাধারণ কোনও চকোলেট না কিনে, আদরের ভাই-বোনকে উপহার দিন বাড়িতে তৈরি চকোলেট।