Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
আদিল মিথ্যে বলছে’, বিস্ফোরক রাখি সাওয়ান্ত

‘রাখি সাওয়ান্ত আদিলকে ঠকিয়েছেন’ এই মন্তব্যের ভিত্তিতেই এবার সরব রাখি সাওয়ান্ত

‘রাখি সাওয়ান্ত আদিলকে ঠকিয়েছেন’ এই মন্তব্যের ভিত্তিতেই এবার সরব রাখি সাওয়ান্ত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘রাখি সাওয়ান্ত আদিলকে ঠকিয়েছেন’ এই মন্তব্যের ভিত্তিতেই এবার সরব রাখি সাওয়ান্ত , রাখি সাওয়ান্ত, বলিউডের অন্দরমহলে যিনি পরিচিত ড্রামা কুইন নামেই। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া তাঁর প্রতিটা সাক্ষাৎকারে যেভাবে তিনি তাঁর স্বামীর বিরুদ্ধে মুখ খুলেছিলেন, তাতে তোলপাড় হয়েছিল গোটা সিনেপাড়ার অন্দরমহল। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় একের পর এক নয়া তথ্য সামনে এনেছিলেন তিনি। তবে রাখির অভিযোগের ভিত্তিতে আদিল খানের জেল হয়। আর এবার সেই জেল থেকে ছাড়া পেতেই পাল্টা সুর আদিলের গলায়। একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন তিনি রাখি সাওয়ান্তের বিরুদ্ধে। তালিকায় রয়েছে রাখি মা হতে না পারার খবরও। রাখি সাওয়ান্ত আদিলকে ঠকিয়েছেন এই মন্তব্যের ভিত্তিতেই এবার সরব হলেন রাখি সাওয়ান্ত।

 

 

 

 

 

 

 

এদিন ডাক্তারের সামনে বসে এই ভিডিয়ো করেন রাখি। যেখানে রাখির কথাকে সত্য বলেই দাবি করেন সেই ডাক্তার। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ডাক্তার এই অপারেশন করিয়েছিলেন তিনি যাতে মা হতে পারেন সেই জন্যই। যদিও রাখির স্বামীর কণ্ঠে অন্যসুর। তিনি বলেন, রাখির মত মেয়েরা কথা বলার জন্যও ক্ষতিকারক। তাঁর কথায়, “রাখির মত মেয়েরা সব করতে পারে। আমাদের সংবিধান এমনভাবে নারীদের সুরক্ষা দেয়, যেখানে তাঁরা ‘ধর্ষণ’ বলে চিৎকার করে উঠলেও আমাদের (পুরুষদের) গ্রেফতার হতে হয়।”

 

 

 

 

আরও পড়ুন –  হঠাৎই বিধানসভায় অসুস্থ মলয় ঘটক, হুইলচেয়ারে নিয়ে যাওয়া হয় হাসপাতালে

 

 

 

 

তিনি মা হতে চান। সন্তান নিতে চান, অতীতে এই দাবি একাধিকবার করতে দেখা যায় তাঁকেয কিন্তু তিনি যে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয় বিন্দুমাত্র মিথ্যে বলেননি, এবার তা প্রকাশ্যে আসতেই জল্পনা তুঙ্গে। আদিল জানান রাখি সাওয়ান্ত কোনওদিন মা হতে পারবেন না। এরপরই ডাক্তারের কাছে গিয়ে উপস্থিত হন রাখি। তিনি জানান, গত বছর অর্থাৎ ২০২২ সালে তিনি মা হবেন বলেই এক অপারেশন করিয়েছিলেন। বয়সের কারণে ওভারিতে কিছু সমস্যা দেখা গিয়েছিল, অপারেশন করিয়ে যা থেকে মুক্তি মেলে রাখির।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top