Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
The Trinamool Congress is organizing Rakhibandhan in Tripura

ত্রিপুরায় রাখিবন্ধনের (Rakhibandhan) আয়োজন করছে তৃণমূল কংগ্রেস

ত্রিপুরায় রাখিবন্ধনের (Rakhibandhan) আয়োজন করছে তৃণমূল কংগ্রেস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Rakhibandhan
ত্রিপুরায় রাখিবন্ধনের (Rakhibandhan)  আয়োজন করছে  তৃণমূল কংগ্রেস
ছবি সংগ্রহে সাইন টিভি

 

গত ১৬ আগষ্ট  ‘খেলা হবে’ দিবসের পর এবার  ত্রিপুরায় রাখিবন্ধনের (Rakhibandhan)  আয়োজন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে,  ‌ ত্রিপুরায় ৮ জেলা ও ৬০ বিধানসভা এলাকায় পালন করা হবে এই রাখি বন্ধন উৎসব।একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে পরাস্ত করার পর এবার    ত্রিপুরায় বিজেপিকে হারাতে মরিয়া তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

 

জানা গিয়েছে,   তৃণমূল ছাত্র-‌যুবদের উদ্যোগে ত্রিপুরায় সর্বত্র আগামিকাল রাখি বন্ধন (Rakhibandhan)  পালন করা হবে। পথচলতি মানুষকে রাখি পরানো হবে। ত্রিপুরার সর্বত্র রাখি বিলি করবেন তৃণমূলের কর্মী-‌সমর্থকরা।

 

আর ওখবর    ছেলে মেয়েদের একসঙ্গে পড়াশোনা বন্ধ করতে জারি তালিবানি (Taliban) ফতোয়া

 

তৃণমূল কংগ্রেস নেতা আশিষলাল সিংহর কথায়, ‘‌রাখি বন্ধন (Rakhibandhan) একটা বড় উৎসব। রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে আমরা সকলের সঙ্গেই আনন্দ ভাগ করে নিতে চাই৷ ত্রিপুরায় দলকে লাগাতার কর্মসূচির মধ্যে দিয়ে যেতে হবে। ছাত্র-যুবদের গ্রহণযোগ্যতা সব থেকে বেশি। তাই সকলকে সঙ্গে নিয়েই আমরা রবিবার আগরতলা সহ সর্বত্র রাখি উৎসব পালন করব।

’‌
বিজেপি অবশ্য তৃণমূলের রাখি বন্ধন উৎসবকে পাত্তা দিতে নারাজ। বিজেপি নেতাদের কথায়, ‘‌যতই রাখি বন্ধন করুক। মানুষ ওদের বন্ধনে আর আবদ্ধ হবে না। ত্রিপুরার মানুষ জানে কাদের পাশে থাকতে হয়। তৃণমূলের সঙ্গে ত্রিপুরার মানু্ষ নেই।’‌

 

উল্লেখ্য, খাবার চাইলেও হোটেলে তা দেওয়া হচ্ছে না। রেস্তরাঁয় বসে রাজনীতির কথা বললেও দেওয়া হচ্ছে বাধা। কয়েকদিন আগেই ত্রিপুরায় গর্জে উঠছিলেন সায়নী ঘোষ। ত্রিপুরায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে এনেছিলেন সায়নী ঘোষ।

 

রেস্তরাঁয় বসে রাজনৈতিক আলোচনা করার ক্ষেত্রে ফতোয়া জারি করছে। খাবার অর্ডার করলেও তা দেওয়া হচ্ছে না। ইচ্ছে করে হোটেলে লোডশেডিং করে দেওয়া হচ্ছে। আড়াই ঘণ্টা ধরে লোডশেডিং চলে। কেন লোডশেডিং হয়েছে জানতে চাওয়া হলে কোনও উত্তর দিচ্ছে না, এমনটাই জানালেন সায়নী ঘোষ। আর যাইহোক না কেন এইভাবে তৃণমূলকে আটকানো যাবে না, মত সায়নী ঘোষের।

 

এই পরিস্থিতির মধ্যে ত্রিপুরায় এবার রাখী বন্ধন উতসব পালন করে তৃণমূল চাইছে তাদের সাংগাঠনিক শক্তির জানান দিতে।

 

উল্লেখ্য, গত ১৬ আগষ্ট  ‘খেলা হবে’ দিবসের পর এবার  ত্রিপুরায় রাখিবন্ধনের (Rakhibandhan)  আয়োজন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে,  ‌ ত্রিপুরায় ৮ জেলা ও ৬০ বিধানসভা এলাকায় পালন করা হবে এই রাখি বন্ধন উৎসব।একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে পরাস্ত করার পর এবার    ত্রিপুরায় বিজেপিকে হারাতে মরিয়া তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

 

জানা গিয়েছে,   তৃণমূল ছাত্র-‌যুবদের উদ্যোগে ত্রিপুরায় সর্বত্র আগামিকাল রাখি বন্ধন (Rakhibandhan)  পালন করা হবে। পথচলতি মানুষকে রাখি পরানো হবে। ত্রিপুরার সর্বত্র রাখি বিলি করবেন তৃণমূলের কর্মী-‌সমর্থকরা।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top