রাখী পূর্ণিমায় বদলে যাবে ভাইয়ের ভাগ্য, করুন এই সহজ কাজ, হিন্দু ধর্মে ভাই-বোনের ভালোবাসার প্রতীক হিসেবে ধুমধাম করে পালন করা হয় রক্ষা বন্ধন উৎসব। প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় রাখী উৎসব। এই শুভদিনে বোনেরা ভাইয়ের কব্জিতে রাখি বেঁধে ও তাদের রক্ষা করার প্রতিশ্রুতি দেন। ক্যালেন্ডার অনুসারে, এবছর রাখী উত্সব পালন করা হবে আগামী ৩০ অগস্ট ও ৩১ অগস্ট। তবে ভাদ্র মাস শুরু হওয়ায় সব বোনেরা ভাইয়ের কব্জিতে রাখি বাঁধতে পারবেন শুধুমাত্র ৩০ অগস্ট রাতে বা ৩১ অগস্ট সকালে।
রাখী পূর্ণিমার দিন করুন এই সহজ কাজ
– দীর্ঘদিন ধরে যদি কোনও ব্যক্তির কোনও কাজ সম্পূর্ণ না হয়, তাহলে রাখী পূর্ণিমার দিন গণেশের ছবির সামনে লবঙ্গ এবং সুপারি রেখে পুজো করতে পারেন।যখনই কাজে যাবেন তখন এই সুপারি ও লবঙ্গে নিজের কাছে রেখে দিন।কাজে পাবেন সফলতা।
– রাখী পূর্ণিমার দিনে দেবী লক্ষ্মীর মন্দিরে বা বাড়িতে দেবী লক্ষ্মীর পুজো করুন।এই পুজোয় লক্ষ্মীকে লাল ফুল অর্পণ করা অত্যন্ত শুভ।এর সঙ্গে লক্ষ্মীকে পাঁচটি বাদামের তৈরি ক্ষীর নিবেদন করতে পারেন।এছাড়া এই ক্ষীর শিশুদের মধ্যে বিতরণ করতে পারেন। ব্যবসায় প্রচুর লাভ করতে পারেন এই প্রতিকারে।
– জ্যোতিষ শাস্ত্র অনুসারে,রাখী পূর্ণিমার দিন হনুমানজিকে ছোলা নিবেদন করুন।লাল গোলাপও ফুল নিবেদন করতে পারেন।এর জেরে জীবনে আসা সব সংকট দূর হবে।
– রাখী পূর্ণিমার দিন একটি মাটির কলসিতে একটি নারকেল রেখে দিন। তার উপর একটি লাল কাপড় বেঁধে জলে প্রবাহিত করুন। এর ফলে আপনার বাড়িতে কখনওই অর্থের অভাব হবে না।
রাখী বন্ধনের দিন ভাইকে রাখী বাঁধার পর বোনেরা জল দিয়ে ভাইয়ের চোখ মুছিয়ে দিতে পারেন,তাতে নেতিবাচক শক্তি দূর হবে।
আরও পড়ুন – রাজ্যে কর্মসংস্থান নিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা শুভেন্দুর , ঠিক কী অভিযোগ তুললেন শুভেন্দু…
এ বছরের রক্ষাবন্ধন শুভ সময়,ভাদ্র কাল ৩০ অগস্ট পূর্ণিমা তিথি দিয়ে শুরু হবে।শাস্ত্রমতে,ভাদ্র কালে রাখি বাঁধা হয় না।ভাদ্র কাল ৯টা ১ মিনিটে শেষ হবে,তাই এর পরেই আপনি রাখি বাঁধতে পারবেন।অন্যদিকে,৩১ অগস্ট সকাল ৭টা ৫ মিনিট পর্যন্ত রয়েছে পূর্ণিমা তিথি।এ সময় ভাদ্রের ছায়া না থাকলে ভোরে ভাইয়ের হাতে রাখি বাঁধতে পারেন।