
বড় বোন রিদ্ধিমা কাপুরের পোশাক চুরি করে প্রেমিকাকে দিতেন বলিউড তারকা রণবীর ( Ranbir ) কাপুর! জনপ্রিয় কমেডি অনুষ্ঠান দ্য কপিল শর্মা শোয়ে হাজির হয়ে এমন কথাই জানালেন রিদ্ধিমা।নিজের অভিনয় দক্ষতা নিয়ে বলিউডে নিজের জায়গা পাকিয়েছেন ঠিকই কিন্তু চকোলেট বয় ইমেজের পাশাপাশি প্লে-বয় ইমেজটাও সকলে জানেন।
তিনি সকলের প্রিয় রণবীর ( Ranbir ) কাপুর।তবে একদম ছোটবেলায় কী কী করতে বলিউডের লাভার বয়, সেই গোপন কীর্তি ফাঁস করলেন রণবীরের দিদি। সম্প্রতি কপিল শর্মার শো-এর নতুন প্রোমো-তে নীতু ও ঋদ্ধিমার ঝলক ফাঁস হল সোশ্যাল মিডিয়ায়।
কপিলের শোয়ের একটি প্রোমো সামাজিক পাতায় শেয়ার করেছেন রণবীর ( Ranbir ) কাপুরের বড় বোন রিদ্ধিমা। যদিও তাঁকে সচরাচর ছোট পর্দায় দেখা যায় না। প্রোমোতে দেখা যায়, হাসতে হাসতে কপিলের হাত ধরে অনুষ্ঠানের মঞ্চে প্রবেশ করছেন রণবীর-রিদ্ধিমার মা নীতু কাপুর। পরে হাজির হন রণবীর কাপুরের বড় বোন রিদ্ধিমা। আড্ডার ফাঁকে রিদ্ধিমাকে কপিল শর্মা অনুরোধ করেন শৈশবে রণবীরের অজানা কীর্তির কথা শোনাতে।
ঋদ্ধিমা জানান, তিনি তখন লন্ডনে পড়াশোনা করছেন। একবার ছুটিতে বাড়ি ফিরেছেন। রণবীরের এক বান্ধবী সেই সময়ে তাঁদের বাড়িতে হাজির হয়েছেন। এ সময় মা নীতু কাপুর বলেন, বান্ধবী নয়, প্রেমিকা। এর পর রিদ্ধিমা বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ প্রেমিকা।
আর ও পড়ুন পরীমনি হাতের তালুতে লেখার রহস্য ( Mystery ) উন্মোচন করলেন
হঠাৎ খেয়াল করলাম ওর পোশাকটা আমার ভীষণ চেনা লাগছে। মুখে কিছু না বললেও ব্যাপারটা ভাবিয়ে তুলেছিল আমাকে। পরে বুঝতে পারলাম, এটা আমারই একটি নতুন টি শার্ট, যা বহু দিন খুঁজে পাচ্ছিলাম না।
কারণ, রণবীর চুরি করে আমার পোশাক তাঁর বান্ধবীকে উপহার হিসেবে দিয়ে দিত!’ এই প্রসঙ্গে নীতু জানান, ‘আমি আমার সন্তানদের কখনওই বেশি টাকা দিতাম না। যতটা প্রয়োজন হতো ঠিক ততটাই দিতাম। কারণ ছোট থেকেই বেশি টাকা দিয়ে ওদের অভ্যেস খারাপ করতে চাই নি’।
এই মুহূর্তে আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন রণবীর কাপুর। রণবীর কাপুর ও আলিয়া ভাটকে আগামীতে অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে। প্রথম বারের মতো এ সিনেমায় জুটি বেঁধেছেন বাস্তব জীবনের এ যুগল।