
ছিলেন ভবঘুরে, ভিক্ষুক। যাঁকে কেউ একসময় পাত্তাও দেননি, আজ তিনি বড় ( Ranu ) তারকা। রাতারাতি বদলে গেছে রানুর জীবন। রানু ( Ranu ) মণ্ডলের গাওয়া লতা মঙ্গেশকরের ‘এক পেয়ার কা নাগমা’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর খুলে যায় ভাগ্য। রাতারাতি তারকা বনে যান স্টেশনের রানু। জনপ্রিয় সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে ‘তেরি মেরি কাহানি’র পর ‘আদত’ ও ‘আশিকি ম্যায় তেরি’ গান রেকর্ড করেন রানু।
এবার রানু ( Ranu ) মণ্ডলের জীবনী নিয়ে নির্মাণ হচ্ছে সিনেমা। ঋষিকেশ মণ্ডলের পরিচালনায় সিনেমার নাম ‘মিস রানু মারিয়া’। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইশিকা দে, যিনি হিন্দি ‘লাল কাপ্তান’ ও ‘স্যাকরেড গেমস’-সহ বেশ কিছু বাংলা সিনেমায় অভিনয় করেছেন।
আর ও পড়ুন এবার মহালয়ায় ( Mahalaya ) কোন চ্যানেলে দুর্গা সাজছেন দিতিপ্রিয়া?
ইশিকা দে বলেন, সিনেমাটির বেশির ভাগ শুট হবে কলকাতার রানাঘাটে এবং মুম্বাইয়ের কিছু অংশে। নভেম্বর থেকে শুট শুরু হবে। অবশ্য এখনও বাস্তবে রানু মণ্ডলের সঙ্গে দেখা করার সুযোগ পাননি ইশিকা। তবে রানুর বেশ কিছু ভিডিও দেখেছেন। করোনা পরিস্থিতিতে শুটিং শুরুর আগে রানুর সঙ্গে ভার্চুয়ালি কথা বলার চেষ্টা করছেন তাঁর টিমের সদস্যরা।
সোশ্যাল মিডিয়ার দৌলতে খ্যাতি অর্জন করেন রানু মন্ডল। জীবনের শুরুর দিকে মঞ্চ কাঁপানো গায়িকা ছিলেন তিনি। কিন্তু যতদিন গিয়েছে অনুষ্ঠানের সংখ্যা কমতে থাকায় একটা সময় না খেতে পেয়ে কাটাতে হয়েছে তাঁকে। এরপর রানাঘাটে ভিক্ষাবৃত্তি করতে দেখা যায় তাঁকে। সেই সময় রানাঘাট স্টেশনের এক যাত্রী রানু মন্ডলের গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এক রাতের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। এরপর বলিউড থেকে ডাক পান রানু মন্ডল। হিমেশ রেশমিয়ার পরিচালনায় গানও গেয়েছেন তিনি। তারপর আবারও ফিরে এসেছেন রানাঘাটে।
রানুর ভূমিকায় অভিনয় করার জন্য ইতিমধ্যেই নিজের দশ কেজি ওজন কমিয়ে ফেলেছেন ঈশিকা। এক একটা পর্যায়ে রানুর ভূমিকায় অভিনয় মানেই বহু ভাঙা গড়া রয়েছে। সব মিলিয়ে ভীষণ উত্তেজিত ঈশিকা। সংবাদমাধ্যমকে পরিচালক জানিয়েছেন, নভেম্বর থেকে শুরু হবে শুটিং। সব স্বাভাবিক থাকলে আগামী বছর এপ্রিল মাসে মুক্তি পাবে সেই ছবি।