নাগপুরে তিন দিনেই অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে সিরিজ শুরু ভারতের,নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত তিন দিনের মাথাতেই টেস্ট ম্যাচ শেষ করে দেবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। ভারত প্রথম ইনিংসে যখন ২২৩ রানের লিড নিয়ে ছাড়ল অস্ট্রেলিয়াকে, তখনই মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছিল অস্ট্রেলিয়ার এই ম্যাচ বাঁচানো মুশকিল। কিন্তু সেটা এতটা সত্যি হবে এবং এত তাড়াতাড়ি ভাবা যায়নি। কিন্তু ভারতের মাটিতে যখন দুজন স্পিনারের নাম রবি অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা, তখন এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
ওপেন করতে নেমে আবার ব্যর্থ খোয়াজা। অশ্বিনের বলে বিরাটের হাতে জমা পড়লেন তিনি। ডেভিড ওয়ার্নার করলেন দশ রান। সেটাও করতে পারতেন না যদি না বিরাট কোহলি সহজ ক্যাচ ফেলে দিতেন। অবশ্য সেই অশ্বিনই এল বি ডব্লিউ করলেন ওয়ার্নারকে। লাবুশানেকে তুলে নিলেন জাদেজা। বলটা থেমে প্যাড লাগল। ম্যাট রেনশ এবং হ্যান্ডসকম্বকেও তুলে নিলেন অশ্বিন।তার ঘূর্ণির সামনে অসহায় মনে হচ্ছিল অস্ট্রেলিয়াকে। এলেক্স কেরি এসে কিছু আক্রমণাত্মক শট খেলতে থাকলেন। কয়েকটা সু মারলেন। কিন্তু অতি লোভে পড়ে রিভার্স সুইপ করতে গিয়ে ফিরে গেলেন সেই অশ্বিনের বলে। আসলে অশ্বিনের কোন বলটা ঘুরবে, আর কোনটা ঘুরবে না ধরতেই পারছিলেন না ব্যাটসম্যানরা।
প্রশংসা করতে হবে রবীন্দ্র জাদেজার। তিনিও অন্য প্রান্ত থেকে যথেষ্ট চাপ রাখলেন। প্যাট কামিন্স আউট হয়ে গেলেন তার বলেই। দেখার মত ক্যাচ নিলেন ভরত। একটা দিক আঁকড়ে ছিলেন স্টিভ স্মিথ। সঙ্গে ছিলেন দারুণ বল করা টড মারফি। তিনিও ২ করে অক্ষরের বলে রোহিতের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। সিরিজ শুরুর আগেই ভারতের উইকেট নিয়ে গাওনা গেয়ে রেখেছিল অস্ট্রেলিয়া।
তিন দিনের মাথায় শেষ হয়ে যাওয়া টেস্ট ম্যাচের পর এবার তাদের অজুহাত আরো বাড়বে। কিন্তু তাহলে তাদের স্পিনার মারফিও ৭ উইকেট তুলেছেন সেটাও বলার জায়গা আছে ভারতের। কিন্তু মার্ক ওয়া, হেডেনের মতো প্রাক্তন অস্ট্রেলিয়া তারকারা মেনে নিয়েছেন যোগ্য দল হিসেবেই জিতেছে ভারত। পিচ ততটা জুজু ছিল না, যতটা অস্ট্রেলিয়ানদের ব্যাটে লেগেছিল। কিছুটা মানসিক দুর্বলতা থেকেই এমনটা হয়েছে ক্যাঙ্গারু ব্রিগেডের। শেষ দুটি উইকেট নিলেন শামি। লায়নকে বোল্ড এবং স্কটকে এলবি ডাবলু করলেন তিনি।
আরও পড়ুন – কোয়েস্ট মলের পিছনের আবাসনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন
চা বিরতির আগেই অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে দমবন্ধ পরিস্থিতির সামনে দাঁড়াবে, এতটা আশা করেননি অতি বড় ভারতীয় সমর্থকরাও। অশ্বিন এই নিয়ে তার টেস্ট ক্যারিয়ারের ৩১ তম ৫ উইকেট নিলেন। বর্ডার গাভাসকার সিরিজের ইতিহাসে এখন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। বুঝিয়ে দিলেন দেশের মাটিতে এখনও তিনি দেশের সেরা স্পিনার। প্রায় একাই উড়িয়ে দিলেন অস্ট্রেলিয়ার ব্যাটিং মেরুদন্ড।