নিউজ ডেস্ক ৬ অক্টোবর কলকাতা: কেকেআরের পর দিল্লি ক্যাপিটালসের কাছে হার স্বীকার করতেই হলো বিরাটের দলকে।
ম্যাচে হেরে যাওয়ার পর বিরাট কোহলি বিপক্ষ দলকে নিয়ে প্রশংসা করে বলেন ,” এবারে আইপিএলেদিল্লিকে হারানো খুবই কঠিন তাদের ব্যাটিং লাইন বোলিং আপ দুটোই সুন্দর। দিল্লির হয়ে এক কথায় অনবদ্য বোলিং পারফরম্যান্স দেখালেন পেসার কাগিসো রাবাদা। এই ম্যাচে জয়ের সুবাদে টেবিলে পাঁচ নম্বর থেকে সোজা চারে পৌঁছে গেলো শ্রেয়স আইয়ারর। এইরকম দলের জন্য যেরকম খেলা দরকার ছিল সেইরকম খেলতে পারেননি বিরাটের টিম এটা বোঝাই যাচ্ছে।
আরও পড়ুন … ১৫ অক্টোবর থেকে খুলছে স্কুল, কেন্দ্রের নয়া গাইডলাইন
তবে আইপিএলে ম্যাচে দল হারলেও দারুন সুনাম করেছে অধিনায়ক বিরাট কোহলি। আইপিএলে সর্বাধিক রান করে কৃতিত্ব অর্জন করেছেন তিনি।