মোবাইলের সিমের আকার কেন রকম হয় ? ভেবে দেখেছেন কখনও! মোবাইলের সিমের একটি কোনা কাটা থাকে কেন? মোবাইলে সিম কার্ড তো আমরা সবাই ভরি। আর সিম কার্ড ঠিক মতো মোবাইল ফোনের স্লটে বসানোর সময় একটি বিষয় নিশ্চয়ই কারও নজর এড়ায় না। তা হল, সিম কার্ডের একটি কোনা সবসময় কাটা থাকে। কিন্তু কখনও ভেবে দেখেছেন কেন সিম কার্ডের একটি কোনা কাটা থাকে? সিম কার্ডের একটি কোনা এই কারণেই কাটা থাকে, যাতে মোবাইলে তা ঠিক মতো বসানো হয়। সিম উল্টো রয়েছে না সোজা, তা সহজে বোঝানোর জন্যই এই ভাবে সিম কার্ডের ডিজাইন করা হয়। কারণ উল্টো করে সিম কার্ড লাগালে তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
আরও পড়ুন – বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের একটি কামরায় আগুন-আতঙ্ক,মাঝপথে থামানো হল ট্রেন, নামানো হল যাত্রীদের
সিম কার্ডের একটি কোণা কাটা না থাকলে অনেকের পক্ষেই মোবাইল ফোনে তা ঠিক মতো বসানো কঠিন হয়ে যায়। মোবাইল ফোনে ব্যবহৃত সিম কার্ডের মাপ চওড়ায় ২৫ মিলিমিটার, লম্বা ১৫ মিলিমিটার এবং ০.৭৬ মিলিমিটারের ঘনত্ব থাকে৷ এই নম্বর এবং key-র ব্যবহার মোবাইল ফোন এবং কম্পিউটারে গ্রাহকদের চিহ্নিত করতে এবং অথেনটিকেট করতে কাজে লাগানো হয়৷ সিম কার্ডের একটি কোনা এই কারণেই কাটা থাকে, যাতে মোবাইলে তা ঠিক মতো বসানো হয়। সিম উল্টো রয়েছে না সোজা, তা সহজে বোঝানোর জন্যই এই ভাবে সিম কার্ডের ডিজাইন করা হয়। কারণ উল্টো করে সিম কার্ড লাগালে তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )