মিলবে মোটা টাকার বেতন ,মাধ্যমিক পাশেই শতাধিক পদে কর্মী নিয়োগ করছে কলকাতা মেট্রো, ৬ মার্চ অবধি করা যাবে আবেদন। রাজ্য়ের চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ। কলকাতা মেট্রো রেলে নিয়োগ করা হচ্ছে। এই মর্মে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফিটার ও ইলেকট্রিশিয়ান পদে নিয়োগ করা হবে।
এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন-
আবেদনমূল্য:
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা করে ফি দিতে হবে। বাকি SC/ST, OBC, PHP ও সংখ্যালঘু প্রার্থীদের কোনও আবেদনমূল্য দিতে হবে না।
নির্বাচন পদ্ধতি:
নথিপত্র যাচাইকরণ, শারীরিক ফিটনেস ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ:
৬ মার্চের মধ্যে করতে হবে আবেদন।
নিয়োগকারী সংস্থা:
কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (Kolkata Metro Rail Corporation Limited)
পদের নাম:
ফিটার ও ইলেকট্রিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে।
মোট শূন্যপদের সংখ্যা:
মোট ১২৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে। ৮১ টি পদে ফিটার, ২৬ টি পদে ইলেকট্রিশিয়ান, ৯ টি পদে মেশিনিস্ট এবং ৯ টি পদে ওয়েল্ডার নিয়োগ করা হচ্ছে।
নিয়োগস্থল:
পশ্চিমবঙ্গের কলকাতায় নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদগুলিতে নিয়োগের জন্য প্রার্থীদের দশম শ্রেণি পাশ করতে হবে। ITI, দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে প্রার্থীদের।
বয়সসীমা:
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। তবে কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
আরও পড়ুন – নতুন বছরের দেড় মাস কেটে গেলেও কোনও হকারই সরকারি শংসাপত্র পাননি,ফুটপাত দখলমুক্তির…
মাধ্যমিক পাশে মেট্রো রেলে চাকরি, মিলবে মোটা টাকার বেতন
(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )