কুন্তল-শান্তনু-অয়নের কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

কুন্তল-শান্তনু-অয়নের কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কুন্তল-শান্তনু-অয়নের কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার বাজেয়াপ্ত হল কুন্তল ঘোষ (Kuntal Ghosh), শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu banerjee) ও অয়ন শীলের (ayaan Shil) সম্পত্তি। এর আগে এই মামলাতেই বাজেয়াপ্ত হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)  ও অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) নামে থাকা বিপুল সম্পত্তি। এবার সেই তালিকা আরও লম্বা হল। এই দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত মোট ১২৬ কোটি ৭০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে বলে সূত্রের খবর। শুধুমাত্র কুন্তল (Kuntal Ghosh), শান্তনু (Shantanu Banerjee) ও অয়নের (Ayaan shil) ১৫ কোটি ৩০ লক্ষ টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) । বেশ কয়েক মাস ধরে এই তিনজন জেলবন্দি থাকলেও এতদিন পর্যন্ত কারও সম্পত্তি বাজেয়াপ্ত করেনি কেন্দ্রীয় সংস্থা।

 

 

 

 

 

 

নবম-দশমের নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নাম উল্লেখ করল আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই মামলায় এটাই প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট। সেই সঙ্গে নাম রয়েছে সুব্রত সামন্তর নাম। দুর্নীতি দমন আইনের পাশাপাশি প্রমাণ লোপাটের অভিযোগ ও রয়েছে ওই দুজনের বিরুদ্ধে। গতকাল, শুক্রবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে জমা পড়েছে সেই রিপোর্ট।

 

 

 

 

আরও পড়ুন –  বড়সড় চক্র ফাঁস! গ্রেফতার ‘মূল পান্ডা’ চন্দননগরের আইনজীবী

 

 

 

 

ইডি সূত্রে জানা গিয়েছে, তিনজনের ক্ষেত্রেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা টাকা, শেয়ারে বিনিয়োগ করা টাকা, জমি ফ্ল্যাট বাজেয়াপ্ত করা হয়েছে। বেশ কয়েক মাস ধরে এই তিনজন জেলবন্দি থাকলেও এতদিন পর্যন্ত কারও সম্পত্তি বাজেয়াপ্ত করেনি কেন্দ্রীয় সংস্থা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক তথা প্রাথমিক পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য ও অর্পিতার কাছ থেকে ১১১ কোটি টাকা পেয়েছিল ইডি। তদন্ত এগোলে এমন আরও অনেক সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে বলেও মনে করছে ইডি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top