সিনেমায় কাজ দেওয়ার টোপ দিয়ে কিশোরীর নগ্ন ছবি তোলার অভিযোগে গ্রেফতার এক যুবক , একদিন শর্ট ফিল্মে কাজ দেওয়ার টোপ দিয়ে ফোন করেন কিশোরীকে। এবং তারপর আজাদগড় এলাকার একটি স্টুডিওতে ডেকে তার নগ্ন ছবি তোলে। তারপর ভিডিয়ো করায় বলেও অভিযোগ। পরে বাড়ি ফিরে এসে পুরো ঘটনা কিশোরী তার বাড়ির লোককে জানায়। নবম শ্রেণির ছাত্রীর ইচ্ছা ছিল সিনেমায় কাজ করার। পরিবারেরই এক সদস্যের ইচ্ছায় এক যুবকের সঙ্গে পরিচয় হয় তাঁর। তিনি তাঁকে সিনেমায় কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেন। আর সেই প্রস্তাব দিয়ে কিশোরীর নগ্ন ছবি তুলতে বাধ্য করেন অভিযুক্ত। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে রিজেন্টে পার্ক এলাকা থেকে গ্রেফতার ওই যুবক। তাঁর বিরুদ্ধ পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানা গিয়েছে, হরিদেবপুরের নিগৃহীত ছাত্রীর সিনেমায় অভিনয় করার ইচ্ছা ছিল। পরিবারেরই এক সদস্য তাঁকে অভিযুক্তের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরবর্তীকালে আজাদগড় এলাকায় একটি স্টুডিওয় ফটোশুট হয়।
পরিবারের দাবি, বাবার সঙ্গেই সেখানে ফটোশুটে গিয়েছিল কিশোরী। তবে তার কিছুদিন পর অভিযুক্ত ওই কিশোরীর পরিবারের থেকেই তার নম্বর নেন। এরপর রিজেন্ট পার্ক থানায় কিশোরীর পরিবার অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে আলিপুর চাইল্ড ফ্রেন্ডলি আদালতে পেশ করা হয়েছে।
আরও পড়ুন – শিক্ষক বদলি নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের , নয়া বদলি নীতিতে এবার আরও…
একদিন শর্ট ফিল্মে কাজ দেওয়ার টোপ দিয়ে ফোন করেন কিশোরীকে। এবং তারপর আজাদগড় এলাকার একটি স্টুডিওতে ডেকে তার নগ্ন ছবি তোলেন। তারপর ভিডিয়ো করায় বলেও অভিযোগ। পরে বাড়ি ফিরে এসে পুরো ঘটনা কিশোরী তার বাড়ির লোককে জানায়।
(সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )