রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস। মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহবিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস। আঞ্চলিক ভাষায় বিজ্ঞান চর্চা ও দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ব্যবহার বাড়ানোই লক্ষ্যে এই বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস । পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে নিয়ে হতে চলেছে বিজ্ঞান কংগ্রেস। আগামী ১৩ ও ১৪ ই জানুয়ারি রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় ক্যাম্পাসে পঞ্চম রিজিওন্যাল সায়েন্স এন্ড টেকনলজি কংগ্রেস অনুষ্ঠিত হবে। সেখানে ছাত্রছাত্রীদের পাশাপাশি বৈজ্ঞানিক, গবেষক, অধ্যাপক ও শিক্ষকরা থাকবেন।
কলেজের অধ্যক্ষা ডক্টর জয়শ্রী লাহা বলেন, বিজ্ঞান ও টেকনলজি কংগ্রেস হবে, তারজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর সহ কলেজের যৌথ উদ্যোগে আঞ্চলিক এই বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ও টেকনলজি কংগ্রেসে ১০ রকমের মডেল থাকবে। বিজ্ঞানের প্রসার শুধু পাঠ্য পুস্তকেই নয়, হাতে-কলমে শিক্ষা দিতেই সেই মডেলগুলি রাখা হবে। এছাড়া ১২টি বিষয়ের উপর বিশেষ গবেষণামূলক পেপার থাকবে। এটাই বিজ্ঞান কংগ্রেসের অন্যতম আকর্ষণ।
আরও পড়ুন – বিজেপির গঙ্গা আরতিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বাবুঘাট
ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, মেডিক্যাল সায়েন্স, আর্থ সায়েন্স, পরিবেশ বিজ্ঞান,বটানি, জুলজি, ফিজিওলজি প্রভৃতি বিষয়ের উপর গবেষণাপত্র নিয়ে আলোচনা হবে। জয়শ্রী লাহা বলেন বলেন, শুধু ছাত্রছাত্রীই নয়, অভিভাবক ও সমাজের সব স্তরের মধ্যেও বিজ্ঞানের অগ্রগতি ঘটাতে এই বিজ্ঞান কংগ্রেস মাইল ফলক হয়ে থাকবে। বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। এই দুদিনের বিজ্ঞান কংগ্রেসে ২৮০ জন গবেষক এবং ৫০ জন বিশিষ্ট বিজ্ঞানীরা যোগ দেবেন।
বিজ্ঞান ও টেকনলজি কংগ্রেসের জয়েন্ট অর্গনাইজিং সেক্রেটারি তথা নোডাল অফিসার সুজয় মিদ্যা বলেন, বিজ্ঞানের গুরুত্ব প্রান্তিক স্থানেও যাতে পৌঁছে দেওয়া যায়, সেইজন্যই রাজ্যের মধ্যে মেদিনীপুরের মহিলা কলেজে মাতৃ ভাষায় ও আঞ্চলিক বিজ্ঞান কংগ্রেস হবে। বহু স্কুলে বিজ্ঞান পড়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মধ্যে অনীহা দেখা যাচ্ছে। বিজ্ঞান কংগ্রেসে ছাত্রছাত্রীরা যোগ দিলে তাঁদের পড়াশোনাতে ঝোঁক আরও বাড়বে বলে আমরা আশাবাদী। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বিজ্ঞান কংগ্রেসে অনেকের কাছ থেকে নেওয়া মডেল প্রদর্শিত হবে। তারমধ্যে থেকে কয়েকটি মডেলকে পুরস্কৃত করা হবে। এছাড়া গবেষণাপত্রগুলিকেও অ্যাওয়ার্ড দেওয়া হবে। পরে সেইসব অংশগ্রহণকারীরা রাজ্যস্তরের বিজ্ঞান কংগ্রেসে যোগ দেবেন।