12GB ইন্টারনেট বিনামূল্যে, প্রেমদিবসে Jio-র ঝুলি ভর্তি অফার,আর একটা রাত পেরোলেই সেই দিন, যে দিনের জন্য পৃথিবীর প্রায় সমস্ত প্রান্তের প্রেমিক-প্রেমিকারা অপেক্ষা করে থাকেন। সেই ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day)-তে টেলিকম কোম্পানিগুলি তাদের গ্রাহকদের জন্য অফার দেবে না, তা আবার হয় নাকি! এই প্রেমদিবসে Reliance Jio তার গ্রাহকদের জন্য অতিরিক্ত ডেটা এবং বিভিন্ন উপহার ও খাবারের অর্ডারে ছাড় দিতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। টেলিকম কোম্পানি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অতিরিক্ত ডেটা অফার তো করছেই, সঙ্গে আবার খাবারা-দাবার অর্ডার করলেও মিলবে ছাড়। Reliance Jio-র ভ্যালেল্টাইন্স ডে অফার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
12GB ডেটা কীভাবে পাবেন
Jio-র ভ্যালেন্টাইন্স ডে অফারে 12GB ডেটা সম্পূর্ণ বিনামূল্যে পেতে আপনাকে যেতে হবে MyJio মোবাইল অ্যাপের ‘ভাউচার’ ট্যাবে। আপনার ফোনে ইতিমধ্যেই যে Jio Planটি রয়েছে, তার ভ্যালিডিটি অনুযায়ীই আপনি ব্যবহার করতে পারবেন 12GB Free Data।
Jio V-Day Offers: কোন কোন প্ল্যানে এই অফার মিলবে
সব Jio প্ল্যানে এই অফারটি আপনি পাবেন না। 249 টাকা, 899 টাকা এবং 2999 টাকা, এই তিনটি প্ল্যানেই কেবল Reliance Jio-র ভ্যালেন্টাইন্স ডে অফারগুলি আপনি পাবেন। রয়েছে আরও একটি শর্ত। অফারগুলি পেতে গ্রাহকদের 10 ফেব্রুয়ারির পর এই প্ল্যানগুলি রিচার্জ করতে হবে। তবেই রিচার্জের 72 ঘণ্টার মধ্যেই গ্রাহকের MyJio অ্যাপে সব সুবিধা উপলব্ধ হবে এবং তা 30 দিনের জন্য বৈধ থাকবে।
299 টাকার Jio প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 2GB করে ডেটা অফার করা হয়। প্ল্যানটির ভ্যালিডিটি 23 দিন। আবার Jio-র 899 টাকার প্ল্যানে গ্রাহকরা 90 দিনের ভ্যালিডিটি পেয়ে যান। প্রতিদিন প্ল্যানটিতে 2.5GB করে ডেটা অফার করা হয় গ্রাহকদের। অন্যদিকে 2,999 টাকার Jio প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন 2.5GB করে ডেটা পেয়ে যান, যার ভ্যালিডিটি 388 দিন। প্রতিটি প্ল্যানেই গ্রাহকদের আনলিমিটেড ভয়েস কলিং, 100টি করে SMS এবং সমস্ত Jio Apps সম্পূর্ণ বিনামূল্যে অফার করা হয়।
Jio Valentine’s Day Offer: কী সুবিধা, কীভাবে পাওয়া যাবে?
প্রেমদিবস উপলক্ষে Reliance Jioতার গ্রাহকদের মোট চারটি অফার দিচ্ছে। তার মধ্যে রয়েছে-
1) অতিরিক্ত 12GB 4G ডেটা।
2) Ixigo-তে 4,500 টাকার বেশি খরচে ফ্লাইট টিকিট বুকিংয়ে 750 টাকা ছাড়।
3) Ferns and Petals থেকে অন্তত 799 টাকার অর্ডারে 150 টাকা ছাড়।
4) McDonald’s থেকে 199 টাকা খরচ করলে 105 টাকার বার্গার সম্পূর্ণ বিনামূল্যে।
আরও পড়ুন – কেষ্টদা জেলে থেকেই বিকাশদার সঙ্গে কথা বলছেন ! বিস্ফোরক কাজল শেখ
Jio V-Day Offer: অন্যান্য অফারগুলি কীভাবে পাবেন
এখন আপনি যদি ফ্লাইট বুকিংয়ে 750 টাকার ছাড় পেতে চান, তাহলে MyJio অ্যাপ থেকে ‘Coupons and Winnings’ ট্যাবে নেভিগেট করুন। সেখানেই আপনি পেয়ে যাবেন কুপন কোডের যাবতীয় তথ্য। তারপর সেই ডিসকাউন্ট আপনি Ixigo অ্যাপ থেকে উপলব্ধ করতে পারবেন। অন্য দিকে যাঁরা Ferns and Petals-এর থেকে 150 টাকা ছাড়ের কুপন কোড পেতে চাইছেন, তাঁদেরও মাইজিও অ্যাপের ‘কুপনস অ্যান্ড উইনিংস’ ট্যাবে গিয়েই নেভিগেট করতে হবে।
অন্য দিকে McDonald’s অফারের ক্ষেত্রে ইউজাররা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন McAloo Tikki বা একটি চিকেন কাবাব, যেগুলির আলাদা করে মূল্য 105টাকা। তবে এই অফার পেতে McDonald’s থেকে 200 টাকা বা তার বেশি অর্ডার করতে হবে । আর কুপন কোডটি সংগ্রহ করতে আগের মতোই MyJio অ্যাপের একই বিভাগে যেতে হবে।