তিন বছর পরেও সুশান্তকে স্মরণ করলেন রিয়া , ১৪ জুন, ২০২০। গোটা দেশে তখন অতিমারি ও লকডাউনের আবহ। বেলা একটু গড়াতেই খবর মেলে, প্রয়াত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত (Sushanta Sing Rajput)। মুম্বইয়ের বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় তাঁর ঝুলন্ত দেহ। অভিনেতার রহস্যমৃত্যু নিয়ে শুরু হয় তোলপাড়। অভিনেতা কি আত্মহত্যা করেছেন? না তাঁর মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য? তদন্ত এগোতে থাকলে অভিনেতার রহস্যমৃত্যুর সঙ্গে মাদকচক্রের যোগসাজশ সন্দেহে গ্রেফতার করা হয় তাঁর তৎকালীন প্রেমিকা বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে (Riya Chakrabarty)। প্রায় এক মাস গরাদের পিছনে কাটান রিয়া। তার পরে কেটে গিয়েছে তিন বছর। প্রয়াত প্রেমিকের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন অভিনেত্রী।
সুশান্ত ও রিয়ার প্রেম নিয়ে বলিপাড়ার অন্দরে জল্পনা থাকলেও তা নিয়ে কখনও জনসমক্ষে মুখ খোলেননি তাঁরা কেউই। সুশান্তের মৃত্যুর পরে তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেন রিয়া। প্রেমে ছিলেন তাঁরা, সমাজমাধ্যমের পাতায় জানান অভিনেত্রী। সুশান্তের মৃত্যুর পর কম ঝড়ঝাপ্টা আসেনি তাঁর জীবনে। বলিউড থেকে একপ্রকার অন্তরালে চলে গিয়েছিলেন রিয়া। সম্প্রতি ফিরে এসেছেন ‘রোডিজ়’ অনুষ্ঠানের গ্যাংলিডার হিসাবে। ১৪ জুন সুশান্তের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে সমাজমাধ্যমের পাতায় সুশান্তের সঙ্গে একটি ছোট্ট ভিডিয়ো পোস্ট করেন রিয়া। একটি পাহাড়ের উপরে একে অপরকে জড়িয়ে ধরে বসে রয়েছেন তাঁরা। দু’জনের মুখেই হাসি। পোস্টের আবহে জনপ্রিয় ব্যান্ড ‘পিঙ্ক ফ্লয়েড’-এর ‘উইশ ইউ ওয়্যার হিয়ার’ গান রেখেছেন রিয়া। তিন বছর পরেও সুশান্তকে তাঁর মৃত্যুবার্ষিকীতে এ ভাবেই স্মরণ করলেন অভিনেত্রী।
আরও পড়ুন – কথা দিয়েছিলেন অভিষেক,কেশপুরে নতুন তৃণমূলের মুখদের প্রার্থী করা হল
প্রেমিকের রহস্যমৃত্যুতে নাম জড়িয়ে হয়েছিল হাজতবাসও!২০২০ সালের ১৪ জুন প্রয়াত হন জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। অভিনেতার রহস্যমৃত্যুতে নাম জড়িয়েছিল তাঁর সেই সময়ের প্রেমিকা রিয়া চক্রবর্তীর (Riya Chakrabarty)।