সুশান্ত মৃত্যুতে প্রায় দুমাস জেলবন্দি ছিলেন রিয়া, মুক্তি পাওয়ার পর কী করেছিলেন তিনি, জানুন

সুশান্ত মৃত্যুতে প্রায় দুমাস জেলবন্দি ছিলেন রিয়া, মুক্তি পাওয়ার পর কী করেছিলেন তিনি, জানুন

২০২০ সালের ১৪ জুন, কোভিডকালে মুম্বাইতে নিজের আবাসনে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করাছিলেন বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সুশান্তের এই আকস্মিক মৃত্যুতে তোলপাড় হয়েছিল গোটা বলিউড। উঠে এসেছিল স্বজন প্রসনের অভিযোগ। সেই মৃত্যুতে বার বার অভিযোগের আঙুল উঠেছে তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকে। অভিনেতার মৃত্যুর পর হাজার বিতর্ক দানা বাঁধে তাঁকে ঘিরে। হাজতবাস হয় রিয়া চক্রবর্তীর। প্রায় দু’মাস জেলবন্দি ছিলেন রিয়া। মুম্বইয়ের বাইকুল্লা জেলে বন্দি ছিলেন রিয়া। সুশান্ত সিংহের রহস্যমৃত্যু একা রিয়া নন, তাঁর ভাই শোইক চক্রবর্তীকেও গারদের পিছনে দিন কাটাতে হয়। তবে জামিনে মুক্ত হতেই চুটিয়ে নাগিন নাচ নেচেছিলেন বলেই জানান অভিনেত্রী!

আরও পড়ুনঃ পেটের সমস্যা থেকে মুক্তি পান এই খাবারগুলিতে

অভিনেতার মৃত্যুতে ছয় সপ্তাহের বেশি সময় টানা জেলেবন্দি থাকতে হয় রিয়াকে। জেলবন্দি থাকার সময় সেখানাকার মহিলাদের থেকে অনেক কিছু শিখেছেন রিয়া। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে নিজের ফেলা আসা জেলে কাটানো দিনগুলি নিয়ে স্মৃতিচারণা করলেন অভিনেত্রী। অভিনেতার মৃত্যুতে ছয় সপ্তাহের বেশি সময় টানা জেলেবন্দি থাকতে হয় রিয়াকে। জেলবন্দি থাকার সময় সেখানাকার মহিলাদের থেকে অনেক কিছু শিখেছেন রিয়া। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে নিজের ফেলা আসা জেলে কাটানো দিনগুলি নিয়ে স্মৃতিচারণা করলেন অভিনেত্রী। রিয়া বলেন, ”আমি ওই জেলে আসলে বিচারাধীন আসামী ছিলাম, অভিযুক্ত নয়। আর যত ক্ষণ পর্যন্ত তুমি দোষী প্রমাণিত না হচ্ছ, তার মানে তুমি নির্দোষ।”

 

তবে জেলের ওই অল্প ক’টা দিনেই বন্ধু হয়ে যান অন্য বন্দিরা। তাই যে দিন জামিন পান, অভিনেত্রী তাঁর সহ-বন্দিনীদের জন্য ‘নাগিন ডান্স’ করেন অভিনেত্রী। রিয়ার কথায়, ”আমি আসলে ওঁদের কথা দিয়েছিলাম, যে দিন জামিন পাব সে দিন আমি ওঁদের সঙ্গে নাচব। জামিন পাওয়ার পর মনে হচ্ছিল আমি আজ চলে যাচ্ছি। আর কোনও দিনই এই মুখগুলো দেখতে পাব না। আমি আসলে ওঁদের কথা দিয়েছিলাম, যে দিন জামিন পাব সে দিন আমি ওঁদের সঙ্গে নাচব। জামিন পাওয়ার পর মনে হচ্ছিল আমি আজ চলে যাচ্ছি। আর কোনও দিনই এই মুখগুলো দেখতে পাব না। আমি যদি আমার জীবন থেকে পাঁচ মিনিটের আনন্দ দিতে পারি ওঁদের, তাতে ক্ষতি কি!” রিয়া জানান, সে দিনটা ছিল তাঁর জীবনের এক আনন্দঘন দিন।

en.wikipedia.org