
ফের বড়পর্দায় একসঙ্গে অভিনয় করবেন ঋতুপর্ণা ( Rituparna ) সেনগুপ্ত ও অভিনেতা ভিক্টর ব্যানার্জি। এর আগে এই জুটি জনপ্রিয় সিনেমা ‘লাঠি’তে কাজ করেছিলেন।এরপর দীর্ঘ বিরতি শেষে ফেড় একসঙ্গে দেখা যাবে তাঁদের। কয়েক দিন আগেই ইনস্টাগ্রামে পাহাড়ে ঋতুপর্ণার ( Rituparna ) কয়েকটি ছবি ভাইরাল হয়েছিল। শেঈ শোমোয়ে ওণেকে পড়োষ্ণ টূলেছীলেণ, তিনি হিমাচলে কোন সিনেমার শুটিং করছেন!
জাণা গীয়েছে, এই মুহূর্তে পরিচালক তথাগত ভট্টাচার্য পরিচালিত বাংলা ছবি ‘আকরিক’-এর শুটিং চলছে হিমাচলে। এই সিনেমাতেই একসঙ্গে দেখা যাবে ঋতুপর্ণা ( Rituparna ) এবং ভিক্টর ব্যানার্জিকে।
ছবির পরিচালক তথাগত ভট্টাচার্য জানালেন, এক যৌথ পরিবারের গল্প নিয়ে বোনা হয়েছে চিত্রনাট্য। যেখানে একজন বৃদ্ধ সদস্যের সঙ্গে এক শিশুর সম্পর্ককে ফুটিয়ে তোলা হবে। গোটা বিশ্বে যৌথ পরিবার ভেঙে যাঁরা ছড়িয়ে রয়েছেন, তাঁদের কাছেও এক বিশেষ বার্তা এই সিনেমা দেবে বলেই প্রত্যাশা পরিচালকের।
আর ও পড়ুন ট্রায়াল রুম থেকে উর্বশী ( Urvashi ) রাউতেলার ভিডিও নজর কাড়লো অনুরাগীদের
ওই সিনেমায় সেই বৃদ্ধের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভিক্টর ব্যানার্জিকে। অন্যদিকে সিঙ্গল মাদারের ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বহুদিন পর সিনেমার শুটিং এবং ভিক্টর ব্যানার্জির সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়ে তুমুল উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঋতুপর্ণা।
অভিনেত্রী বলেছেন, ভিক্টর ব্যানার্জির মতো একজন জ্ঞানী মানুষের সান্নিধ্য পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। সেই সঙ্গে সিনেমার আরও এক বর্ষীয়ান অভিনেত্রী অনুরাধা রায় এবং শিশু অভিনেতা অঙ্কনের ভূয়সী প্রশংসা করলেন ঋতুপর্ণা। দীর্ঘদিনের বিরতির পর তাঁকে বড়পর্দায় দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকেরাও।