নিউজ ডেস্ক, ৭ অক্টোবর, ২০২০ : ২৮ দিন পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী। এক মাসের শর্ত সাপেক্ষে বোম্বে হাইকোর্টে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। ১ লক্ষ্য টাকা মুচলেকায় জামিন পেলেন তিনি।
তবে রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক এর জামিন আর্জি খারিজ করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি গত ৮ ই সেপ্টেম্বর ড্রাগ মামলায় এনসিবি গ্রেফতার করেছিল রিয়া চক্রবর্তীকে।
১৪ ই জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই অভিযুক্তের শিরোনামে ছিলেন রিয়া চক্রবর্তী। সুশান্ত মৃত্যুর পর রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায় করেছিলেন সুশান্তের বাবা। এরপরে সুশান্তের মৃত্যুর কিনারা খুঁজতে লেগেপরে বিহার পুলিশ। সেখান থেকেই শুরু হয় বাক যুদ্ধ বিহার এবং মুম্বাই পুলিশের মধ্যে। অবশেষে সুশান্তের মৃত্যুর কিনারা খুঁজতে লেগে পরে সিবিআই। সেখানেই রিয়া চক্রবর্তীকে জেরা করলে উঠে আসে তিনি সুশান্তকে মাদক দিতে সাহায্য করতেন।
আরও পড়ুন…মনীশ শুক্লা হত্যাকান্ড নিয়ে সাংবাদিক বৈঠকে অর্জুন-সায়ন্তন-সৌমিত্র
এরপরেই এনসিবির হাতে চলে যায় রিয়া চক্রবর্তী। সেখানেই দীর্ঘ জেরার পর রিয়া স্বীকার করে নেন তিনি মাদক নিতেন। তারপর থেকেই জেলে কাটাচ্ছিলেন রিয়া চক্রবর্তী। এর আগেও অনেকবার রিয়ার জামিনের আবেদন খারিজ হলেও আজ ১ মাসের শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে রিয়া চক্রবর্তী স্যামুয়েল মিরান্ডা ও দিপেশ।