আইনি পদক্ষেপ নিতে চলেছেন রিয়া চক্রবর্তী!

আইনি পদক্ষেপ নিতে চলেছেন রিয়া চক্রবর্তী!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ১৯ অক্টোবর ২০২০ :প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী কিছু দিন আগেই ছাড়া পেয়েছেন। অভিনেতার মৃত্যু রহস্যে নাম জড়িয়েছিল তার। সেই তদন্তেই মাদক যোগ থাকায় নারকোটিকস  কন্ট্রোল ব্যুরো গত ৮ই সেপ্টেম্বর গ্রেফতার করেছিল রিয়া চক্রবর্তীকে।

 

তবে সূত্রের খবর বলছে জেল থেকে বেরনোর পর সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের  বিপক্ষে আইনি পদক্ষেপ নিতে পারেন রিয়া চক্রবর্তী। সুশান্তের মৃত্যুর পর  তার ন্যায় বিচার চেয়ে নানা সময় নানা পোস্ট করেছিলেন অঙ্কিতা। এমনকি সুশান্তের পরিবারের পাশেও ছিলেন। প্রত্যক্ষ ভাবে আক্রমণ না করলেও রিয়ার অনেক কথার বিরুদ্ধে এবং একাধিক ব্যাপারে সুশান্তের পরিবারকে সমর্থন করে নানা সময়ে নানা পোস্ট শেয়ার করেছেন অঙ্কিতা আর তার ভিত্তিতেই এবার আইনি পদক্ষেপ নিতে পারেন রিয়া চক্রবর্তী।

আরও পড়ুন… শেম অন ইউ ট্রেন্ডে অক্ষয় কুমার

রিয়ার কথায় সুশান্ত নাকি ক্লসট্রোফোবিয়ায়  ভুগতেন প্রসঙ্গত সেই কথা উড়িয়ে পাল্টা জবাবে অঙ্কিতা বলেন,“ বরং সুশান্ত  বিমানে চড়তে ভালবাসতেন এমনকি নিজের বিমান চালানোর পরিকল্পনা ছিল সুশান্তের”।

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top