২০২০ সালে বছরের সেরা কাঙ্ক্ষিত নারীর তকমা পেলেন রিয়া (Riya)

২০২০ সালে বছরের সেরা কাঙ্ক্ষিত নারীর তকমা পেলেন রিয়া (Riya)

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Riya
২০২০ সালে বছরের সেরা কাঙ্ক্ষিত নারীর তকমা পেলেন রিয়া (Riya)
ছবি সংগ্রহ ; সাইন টিভি

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বারবার তাঁর দিকেই উঠেছিলো নানা অভিযোগের আঙ্গুল। কখনও ‘ডাইনি’, ‘খুনি’, আবার কখনও ‘অর্থলোভী’, এমন নানা বিশেষণে রিয়ার (Riya)  দিকে ধেয়ে এসেছিলো। বিশেষ করে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর দিকেই আঙুল তুলেছিলেন অভিনেতার প্রাক্তন প্রেমিক অঙ্কিতা। এমনকি সুশান্ত প্রেমীদেরও ধারণা তৈরি হয়ে গিয়েছিল, অভিনেতার অকাল মৃত্যুতে রিয়ার ভূমিকা ছিল।

 

সিবিআই-এর তদন্তের পর ২৮ দিন জেল হেফাজতে ছিলেন রিয়া। ছাড়া পাওয়ার পরেও নেট মাধ্যমে কটাক্ষের বন্যা বয়ে যায় তাঁর পোস্টে। বারবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় অভিযোগের আঙুল তোলা হয় তাঁর দিকে। সেই রিয়া চক্রবর্তী এখন ফের খবরের শিরোনামে। তবে এবার আর সমালোচনার নিরিখে নয়।  ২০২০ সালে বছরের সেরা কাঙ্ক্ষিত নারীর মুকুট উঠেছে রিয়া চক্রবর্তীর মাথায়।

 

বিভিন্ন ক্ষেত্র থেকে আসা ৪০ বছরের কম বয়সি ৫০ জন নারীদের অপরিসীম সৌন্দর্য, প্রতিভার জেরে নির্ধারণ করা হয় সেরা কাঙ্ক্ষিত নারীকে। আর তা নির্ধারণ করার দায়িত্ব থাকে সাধারণ মানুষের উপরেই। একটি অনলাইন ভোটের ভিত্তিতেই এই প্রতিযোগিতার র‍্যাঙ্কিং স্থির করা হয়। ‘দ্য টাইমস’-এর তরফে রিয়াকে সবচেয়ে কাঙ্ক্ষিত নারীর তকমা দেওয়া হয়। একবছরের মধ্যেই সাধারণ মানুষের ধারণার এতখানি বদলের পরেই মুখ খুললেন ‘চেহরে’ ছবির পরিচালক রুমি জাফরি। ২৭ অগস্ট মুক্তি পাবে এই সিনেমা।

 

আর ও পড়ুন  প্রবল ভূমিকম্পে (Earthquake) ধ্বংসস্তূপের চেহারা নিল হাইতির পোর্ট ও প্রিন্স এলাকাতে

 

রিয়া ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চন এবং ইমরান হাশমিকে। কিন্তু করোনা আবহের কারণেই বারবার পিছিয়ে যাচ্ছে ছবি মুক্তির তারিখ। কিন্তু মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার জন্য রিয়া কি দায়ী? সাফ ‘না’ জানালেন পরিচালক। রুমি জাফরি  বলেন, শুরুতে তিনিও দুশ্চিন্তায় ছিলেন। নেট মাধ্যমে যেভাবে রিয়াকে আক্রমণ করা হচ্ছিল, সে ভাষায় তাঁর পোস্টে সকলে মন্তব্য করছিলেন, তা সিনেমার উপরে প্রভাব পড়তে পারে বলেই মনে করেছিলেন পরিচালক।

 

Riya

কিন্তু একবছরের মধ্যেই কুৎসিত বিশেষণ থেকে সেরা কাঙ্ক্ষিত নারীর তকমায় ভূষিত হলেন। এটা দেখার পরেই বুঝেছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে মানুষেরও পরিবর্তন হয়। সিনেমায় রিয়ার অভিনয় নিঃসন্দেহে সকলকে মুগ্ধ করবে। অন্য রিয়াকে সকলে চিনবেন বলেই মত পরিচালকের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top