ডাকাতির ছক বানচাল,গোপন সূত্রে খবর পেয়ে হানা পুলিশের, অস্ত্রশস্ত্র সহ ধৃত 4,শুক্রবার অর্থাৎ গতকাল মধ্যরাতে গোপনসূত্রে খবর পেয়ে নারায়ণপুর এলাকার ডোননগরের একটি মাঠে পুলিশ অভিযান চালিয়ে চার জন কে গ্রেফতার করে , পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম তানভীর আলম (২৩), বাড়ি নারায়ণপুর বেড়াবাড়ি,রফিকুল ইসলাম (৪১) বাড়ি রায়গাছি চট্টপল, আরাফাত মিস্ত্রি (৩২), বাড়ি রায়গাছি চট্টপল , মউইদ্দিন আলী (৩৫) বাড়ি নারায়ণপুর পশ্চিম বেড়াবাড়ি , এসআই সঞ্জীব বিশ্বাস নারায়ণপুর পি এস -এর ফোর্স নিয়ে নারায়ণপুরের অধীনে ডোননগরের অভিযানটি চালান, পুলিশ হানা দিতে হাতে না হাতে ধরে ফেলে এই ৪ অভিযুক্তকে l
অস্ত্রশস্ত্র নিয়ে মাঠে হাজির দলের সকলে, উদ্দেশ্য ডাকাতি! সূত্রের খবর অস্ত্র নিয়ে মাঠে জড়ো হয়ে ডাকাতদল ডাকাতির পরিকল্পনা করছিল। কিন্তু সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়ে ডাকাতদলকে ধাওয়া করে পুলিশ।
পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে তল্লাশি চালায় এবং হাতে না হাতে ধরে ফেলায় তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ভোজালি, টর্চ লাইট , একটি লোহার রড , শাবল ইত্যাদি ,এরপরই তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় , কোথা থেকে তাদের কাছে অস্ত্রশস্ত্র , পাশাপাশি তাদের কি পরিকল্পনা ছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে তারা নিকটবর্তী এলাকায় ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন,পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে বা আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ l কিভাবে এই চক্র এলাকায় মাথাচাড়া দিয়েছে সেই দিকটিও খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন – দু’হাজার টাকার নোট কবে, কোথায়, কী ভাবে, জমা দিতে হবে? ঠিক কী…
যদিও এই ঘটনার পর আশঙ্কায় ভুগতে শুরু করেছে ওই এলাকার সাধারণ মানুষ। অনেকে ভেবেই আঁতকে উঠছেন।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )