আর মাত্র কিছুখনের অপেক্ষা। এরপরেই আইপিএলে আজকের হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস।
এর আগে পর পর দুটো ম্যাচ জিতেছে রাজস্থান। তবে কে কে আর মুম্বইয়ের কাছে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে।
https://twitter.com/IPL/status/1311191547866619904
ভারতীয় সময় সন্ধে ৭:৩০–এ শুরু হবে কেকেআর বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ। আইপিএলের প্রথম দুটি ম্যাচ কেকেআর খেলেছে আবু ধাবিতে তেমনই রাজস্থান দুটি ম্যাচই খেলেছে শারজায়। তাই দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ দুই দলই প্রথমবার মাঠে নামবে।