দক্ষিণ দিনাজপুরে শুরু রুবেলা টীকাকরণ কর্মসূচী। দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শুরু হল মিসেলস রুবেলা টীকাকরণ কর্মসূচী। ৯-ই জানুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালের মাতৃসদনে এই টীকাকরণ কর্মসূচীর সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা। উল্লেখ্য,দক্ষিণ দিনাজপুর জেলায় মিসেলস রুবেলা টীকাকরণ কর্মসূচী সফল রুপায়নের উদ্দেশ্যে ইতিমধ্যে ডিস্ট্রক্ট কোর গ্রুপের ৫টি সভা এবং ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্সের ৬টি সভা অনুষ্ঠিত হয়েছে।
পাশাপাশি এই টীকাকরণ কাজে নিযুক্ত কর্মীদের প্রশিক্ষণ প্রদানের কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার জনসংখ্যা ১৮ লক্ষ ৫৮ হাজার ৬২৭ জন। জানা গিয়েছে এর মধ্যে ৯ মাস বয়সী থেকে ১৫ বৎসর বয়সীর সংখ্যা ৪ লক্ষ ২১ হাজার ৯৪২ জন। জেলা স্বাস্থ্য দপ্তরের তত্বাবধানে শুরু হওয়া এই টীকাকরণ কর্মসূচীতে ৯ মাস বয়সী থেকে শুরু করে ১৫ বৎসর বয়সীদের টীকা প্রদানের কাজ চলবে আগামী ১১-ই ফেব্রুয়ারী তারিখ অবধি। সূত্র মারফৎ এও জানা গেছে এই ৪ লক্ষ ২১ হাজার ৯৪২ জনের মধ্যে স্কুলের ছাত্র ছাত্রী রয়েছে ২ লক্ষ ৮৬ হাজার ৫৭৯ জন।
আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর নজরে এবার প্রবীণরা,নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর
সূত্র মারফৎ খবর টীকাকরণের জন্য গত ৫-ই জানুয়ারি রাজ্য থেকে ৩৪০০০ ভ্যাক্সিন জেলায় এসে ইতিমধ্যেই পৌছছে। দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা বলেন রাজ্য জুড়ে টীকাকরণ চলছে, ৯-ই জানুয়ারি থেকে ১১-ই ফেব্রুয়ারি তারিখ অবধি সমস্ত সাব সেন্টার, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও স্কুলে এই টীকাকরণ চলবে। প্রথম ২-৩ সপ্তাহে এই টীকাকরণ কর্মসূচী স্কুল পর্যায়ে চলবে তারপরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতেও টীকাকরণ কর্মসূচী চলবে।
উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুরে শুরু রুবেলা টীকাকরণ কর্মসূচী। দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শুরু হল মিসেলস রুবেলা টীকাকরণ কর্মসূচী। ৯-ই জানুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালের মাতৃসদনে এই টীকাকরণ কর্মসূচীর সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা। উল্লেখ্য,দক্ষিণ দিনাজপুর জেলায় মিসেলস রুবেলা টীকাকরণ কর্মসূচী সফল রুপায়নের উদ্দেশ্যে ইতিমধ্যে ডিস্ট্রক্ট কোর গ্রুপের ৫টি সভা এবং ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্সের ৬টি সভা অনুষ্ঠিত হয়েছে।