একে রোগা, তার উপর আরও রোগা হলেন অভিনেত্রী রুক্মিণী ( Rukmini ) মৈত্র, কেন?

একে রোগা, তার উপর আরও রোগা হলেন অভিনেত্রী রুক্মিণী ( Rukmini ) মৈত্র, কেন?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Rukmini
 একে রোগা, তার উপর আরও রোগা হলেন অভিনেত্রী রুক্মিণী ( Rukmini ) মৈত্র, কেন?
ছবি সংগ্রহে সাইন টিভি

 

একে তো রোগা ছিলেন, তারপরে হলেন আর ও রোগা। তবে এই রোগা ( Rukmini ) হওয়ার পিছনে অন্য কারন নেই।  অসুস্থ না অন্য কোনও কারণ নেই রোগা হওয়ার পিছনে।   এই মুহূর্তে দেবের বিপরীতে ‘কিশমিশ’ ছবির শুটিংয়ে বেজায় ব্যস্ত রুক্মিণী ( Rukmini ) মৈত্র। জোরকদমে চলছে সিনেমার শুটিং।

 

অভিনেত্রী নিজে মুখেই জানালেন, অভিনয়ের ( Rukmini ) খাতিরেই বাধ্য হয়ে ওজন কমাতে হয়েছে তাঁকে। আর এই জন্যই রোগা হয়েছেন তিনি।  সিনেমায় দেবের বিপরীতে কলেজ ছাত্রীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। যেকারণে চরিত্রের সঙ্গে মানানসই চেহারা রাখার জন্য আরও রোগা হতে হয়েছে তাঁকে।

 

রুক্মিণী মৈত্র জানান, এই সিনেমার জন্যই সম্প্রতি তিনি ওয়ার্ক আউট করতে শুরু করেছেন। ফলে চটজলদি যেমন ওজন কমাতে পেরেছেন, তেমনই আরও নাকি ফিট হয়েছেন তিনি।

 

আর ও পড়ুন    নিয়া শর্মার এই সাহসী ( Bold ) পোশাক ও নাকের নত ভক্তদের হৃদয় কেড়ে নিয়েছে !

 

জানা গিয়েছে, বাংলায় ‘কিশমিশ’-এর পাশাপাশি প্রথম হিন্দি ছবি ‘সনক’-এর নায়ক বিদ্যুৎ জামওয়ালের ফিটনেস ট্রেনারের কাছ থেকেও রোগা হওয়ার পরামর্শ নিচ্ছেন তিনি! এ প্রসঙ্গে রুক্মিণী জানান, তাঁর মেটাবলিজম রেট অত্যন্ত কম। তাই খুব বেশি খেলেও ওজন বাড়ে না তাঁর। এই মুহূর্তে আরও রোগা হয়েও দুর্বল বোধ করছেন না তিনি। বরং আরও ফিট হয়েছেন তিনি। ফলে কাজে মন দিতেও সুবিধা হচ্ছে তাঁর।

 

জানা গিয়েছে, চলতি  মাসের শুরুতেই দার্জিলিংয়ে যাবেন রুক্মিণী। ‘কিশমিশ’-এর শুটিংয়ে হাজির থাকবেন দেবও। তারপরেই হিন্দি সিনেমার জন্য মুম্বইয়ে পাড়ি দেবেন অভিনেত্রী। সেখানেও বেশ কিছুদিন ধরেই থাকবেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top