Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন বিরাট-অনুস্কা?

দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন বিরাট-অনুস্কা?

দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন বিরাট-অনুস্কা?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বিশ্বকাপের আগেই দল ছেড়ে তড়িঘড়ি মুম্বাই ফিরলেন বিরাট, অনুস্কা কী অসুস্থ?

ভামিকার বয়স এখন দু-বছর। তবে কি ফের বাবা-মা হতে চলেছেন বিরাট অনুস্কা। সম্প্রতি তেমনটাই শোনা যাচ্ছে বলি অন্দরে কান পাতলে। কিছুদিন থেকেই জল্পনা ছিল, ফের নাকি সন্তানের জন্ম দিতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী তথা প্রযোজক অনুষ্কা শর্মা।

আরও পড়ুনঃ পকসো আইনে বয়স কমাতে কেন্দ্রকে নিষেধ করল আইন কমিশন

২০২১ সালে বিরাট-অনুষ্কার কোল আলো করে জন্মেছিল তাঁদের আদরের কন্যা সন্তান ভামিকা কোহলি। জন্মের পর থেকে আজ পর্যন্ত ভামিকাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট করা সত্ত্বেও তার মুখ একবারের জন্য়েও দেখাননি বিরাট-অনুষ্কা। কেবল একটিবারই ‘ভুলবশত’ ক্রিকেট ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের জানালা দিয়ে ক্যামেরায় উঠে গিয়েছিল ভামিকার মুখশ্রীর ছবি। এবার সেই ভামিকারই হবে ভাই কিংবা বোন। তা নিয়ে যদিও নিশ্চিত কিছুই জানাননি ‘বিরুষ্কা’। তবে ঘটনাবলী যা-যা ঘটেছে, তাতে বোঝাই যাচ্ছে, অনুষ্কা সুখবর দিতে চলেছেন খুব তাড়াতাড়ি।

 

সম্প্রতি বাড়ি থেকে নাকি এক্কেবারেই বেরচ্ছেন না অনুষ্কা। এই সময় বাইরে বেরলে ঝুঁকিপূর্ণ হতে পারে ব্যাপারটা। সাধারণত, প্রথম এবং দ্বিতীয় ট্রাইমেস্টারে গর্ভবতীরা বাড়িতে থেকেই বিশ্রাম করেন। বিরাটের সঙ্গে ক্রিকেট ট্যুরে যান অনুষ্কা। এবার কিন্তু তিনি সেই ভ্রমণ থেকেও বিরতি নিয়েছেন। বিরাট একাই যাচ্ছেন খেলতে বিরাটের সঙ্গে ক্রিকেট ট্যুরে যান অনুষ্কা। এবার কিন্তু তিনি সেই ভ্রমণ থেকেও বিরতি নিয়েছেন। বিরাট একাই যাচ্ছেন খেলতে।

 

তাঁদের দাম্পত্যের নানা ঘটনা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনেন বিরাট-অনুষ্কা। সেরকমই একটি মুহূর্ত সামনে এনে বিরাট লিখেছিলেন, “অনুষ্কা গোটা কেকটাই খেয়ে নিয়েছেন”। স্বাস্থ্য সচেতন অনুষ্কা এমনটা করলেন কেন? সাধারণত, গর্ভাবস্থায় অনেককিছু খাওয়ার বাসনা জাগে। তাই হয়তো অনুষ্কাও তাঁর ‘কেক-ক্রেভিং’ মিটিয়েছিলেন এইভাবেই।

 

বর্তমান প্রজন্মের তারকাদের মধ্যে দ্বিতীয় সন্তান নেওয়ার প্রবণতা ক্রমেই বাড়ছে। করিনা কাপুর খান দুই সন্তানের জননী। সম্প্রতি দ্বিতীয় প্রেগন্যান্সির খবর জানা গিয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়েরও। তাঁর সাধও হয়ে গিয়েছে ইতিমধ্যে। ৮ মাসের গর্ভবতী তিনি। এবার অনুষ্কা শর্মার প্রেগন্যান্সির খবরও পাওয়া যাচ্ছে বাতাসে। অনুরাগীরা এখন অপেক্ষায় আছেন, কবে সুখবরটি নিজে মুখে বলবেন বিরাট-অনুষ্কা। এবার অনুষ্কা শর্মার প্রেগন্যান্সির খবরও পাওয়া যাচ্ছে বাতাসে। অনুরাগীরা এখন অপেক্ষায় আছেন, কবে সুখবরটি নিজে মুখে বলবেন বিরাট-অনুষ্কা। নিজে মুখে বলবেন বিরাট-অনুষ্কা।

en.wikipedia.org

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top