কেন পিছিয়ে যাচ্ছে ‘পুষ্পা ২’ ছবির কাজ, কি সমস্যা? ‘পুষ্পা ২’ ছবির অন্দরমহলের ছবিটা নিয়ে তাই ভক্তমনে এখন চিন্তা, চলতি বছর যে এই ছবি মুক্তি পাচ্ছে না, সেই ইঙ্গিত স্পষ্ট হয়ে গেল দক্ষিণের এই খবর। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ছবির পুষ্পা মুক্তি পাওয়ার পর থেকেই তা নিয়ে দর্শক মনে জল্পনা তুঙ্গে। কবে মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’ ছবি? উত্তর এখনও স্পষ্ট নয়। কারণ একটাই, পুষ্পা ২ নিয়ে নানা গুঞ্জন বিভিন্ন মহলে। ২০২২ সালের শেষ থেকেই শুরু হয়ে গিয়েছিল ‘পুষ্পা ২’ ছবির চিত্রনাট্য নিয়ে কাজ। চলতি বছরের মাঝ থেকেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। সূত্রের খবর ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ৪০ শতাংশ ছবির শুট। তবে কোথায় সমস্যা, যে শীঘ্রই মুক্তি পাচ্ছে না এই ছবি। দক্ষিণসূত্রে খবর, ‘পুষ্পা ২’ ছবির চিত্রনাট্য লেখার পরই ছবির শুটিং শুরু করা হয়েছিল। কিন্তু চিত্রনাট্যের বেশকিছু অংশ নাকি নিজেরই পছন্দ নয় পরিচালক সুকুমারের। যার ফলে সেই অংশ নিয়ে আবারও বসছেন পরিচালক।
‘পুষ্পা ২’ ছবির অন্দরমহলের ছবিটা নিয়ে তাই ভক্তমনে এখন চিন্তা, চলতি বছর যে এই ছবি মুক্তি পাচ্ছে না, সেই ইঙ্গিত স্পষ্ট হয়ে গেল দক্ষিণের এই খবর। শুটিং বর্তমানে স্থগিত, কারণ চিত্রনাট্যে কিছু বদল আনা হচ্ছে। দর্শকদের চাহিদা যে মাত্রায় পৌঁছিয়ে গিয়েছে, তা নিয়েই এখন সচেতন ছবি নির্মাতা টিম। তাই ছবিতে আরও আকর্ষণীয় করে তুলতে এমন সিদ্ধান্ত নেওয়া বলেই খবর।
আরও পড়ুন – শনিবার মরসুমের প্রথম ডার্বি, কোন ব্লকের টিকিটের দাম কত টাকা রাখা হয়েছে?
জল্পনা এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে যে যে অংশের শুট ইতিমধ্যে হয়ে গিয়েছে, সেই সকল অংশও পাল্টে ফেলা হতে পারে বলেও শোনা যাচ্ছে। এ তো গেল শুটিং সংক্রান্ত সমস্যা। তবে এর বাইরেও রয়েছে আরও কারণ। শোনা যাচ্ছে আল্লু অর্জুন ছবির মুক্তি নিয়ে বেশ কিছু পরিকল্পনা ইতিমধ্যেই করে ফেলেছেন। তাঁর ইচ্ছে মার্চের পরই ছবি মুক্তি পাক। কারণ একটাই, কেজিএফ, বাহুবলির ট্রেন্ড দেখে তিনি স্থির করেছেন ছবি পর্দায় এপ্রিল মাসেই আসা উচিত। তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে।