নিউজ ডেস্ক ,৩১ জুলাই ২০২১ : মারণরোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা। চলছে একের পর এক ক্যমোথেরাপি। দীর্ঘ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ঐন্দ্রিলা। তবে , তার এই মারণরোগ থেকে বেরোনোর যুদ্ধে সব সময় পাশে পেয়েছেন নিজের প্রেমিককে।
তবে , তার এই লড়াই এর মধ্যে একের পর এক কটুক্তিরমধ্যেও পড়তে হয়েছে ঐন্দ্রিলাকে। কখনো সোশ্যাল মিডিয়ায় কখনো অন্য কোনো ভাবে। মিঠুন চক্রবর্তী ঐন্দ্রিলার চিকিৎসার সমস্ত খরচ বহন করেছেন বলেও একটি ভুয়ো খবর রটেছিল নেটদুনিয়ায়। কোনো আবার ঐন্দ্রিলার মৃত্যু সংবাদও রটেছে। যদিও এর আগে এই বিষয় কখনো মুখ খুলতে দেখা যায় নি ঐন্দ্রিলা বা সব্যসাচীকে।
কিন্তু এবার মুখ খুললেন ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী। একপ্রকার রেগে গিয়েই নিজের সোশ্যাল মিডিয়ার পেজে একটি পোস্ট লিখলেন সব্যসাচী। যেখানে প্রথমেই লেখা হ্যাসট্যাগ আপডেট অন ঐন্দ্রিলা শর্মা । এরপরেই নিজের সব ক্ষোভ উগরে দিলেন ওই পোস্টার মধ্যে। পাশাপাশি , ঐন্দ্রিলার ক্যান্সার নিয়ে দীর্ঘ লড়াইয়ের কোথাও তুলে ধরলেন তার লেখনীর মধ্যে দিয়ে।