ভোটমুখী রাজস্থানে চাপে কংগ্রেস! কবে নতুন দল নিয়ে সামনে আসতে চলেছেন শচিন পাইলট?

ভোটমুখী রাজস্থানে চাপে কংগ্রেস! কবে নতুন দল নিয়ে সামনে আসতে চলেছেন শচিন পাইলট?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভোটমুখী রাজস্থানে চাপে কংগ্রেস!কবে নতুন দল নিয়ে সামনে আসতে চলেছেন শচিন পাইলট?ভোটমুখী রাজস্থানে গেহলট-পাইলট দ্বন্দ্ব অবসানে গুরু দায়িত্ব নিয়েছিলেন রাহুল গান্ধী। বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী একসাথে চলার আশ্বাসও দিয়েছিলেন।কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে শচিন পাইলট নতুন দল গড়তে চলেছেন বলে খবর।সেক্ষেত্রে চলতি জুন মাসে নতুন দলের আত্মপ্রকাশ করতে পারে।

 

 

 

নাম প্রকাশে অনিচ্ছুক রাজস্থান কংগ্রেসের এক নেতা জানিয়েছেন,শচিন যে নতুন দল গড়তে চলেছে,সে কথা অজানা ছিল না হাইকমান্ডের।তাঁর মতে,এরপরেই নতুন দল গড়া থেকে শচিনকে বিরত রাখতেই গেহলট ও পাইলটকে মুখোমুখি বসিয়ে রফাসূত্র বার করার চেষ্টা করেছিলেন শীর্ষ নেতারা।শেষ পর্যন্ত শচিন যদি নতুন দল গঠনে অনড় থাকেন,তাহলে চাপে পড়বে কংগ্রেসই।আর সেক্ষেত্রে প্রভাব পড়তে পারে ভোটবাক্সে।

 

 

 

 

আর তাতে লাভ যে বিজেপিরই,তা আড়ালে স্বীকার করে নিয়েছেন রাজস্থানের বেশ কয়েকজন কংগ্রেস নেতা।যদিও নতুন দল গড়া নিয়ে শচিনের ঘনিষ্ঠদের থেকে কোনও রকম ইঙ্গিত পাওয়া যায়নি। পাইলটের নতুন দল গঠনের খবরকে পাত্তা দিতে নারাজ রাজস্থানের রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের।তাঁদের মতে, রাজস্থানে মুখ্যমন্ত্রী হতে আগ্রহী শচিন।নতুন দল গঠনের ভাবনা হাওয়ায় ভাসিয়ে দিয়ে দলের উপর কংগ্রেস নেতার চাপ তৈরির কৌশল বলে মনে করেছেন তাঁরা।

 

 

 

 

জানা গেছে,সবকিছু ঠিকঠাক চললে আগামী ১১ জুন কংগ্রেসের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ত্যাগ করে নতুন দলের নাম ঘোষণা করতে পারেন পাইলট। কারণ,ওই দিন শচিনের বাবা তথা প্রয়াত কংগ্রেস নেতা রাজেশ পাইলটের মৃত্যুবার্ষিকী।তাই ওই দিনটিকে নতুন দলের আত্মপ্রকাশের জন্য বেছে নেওয়া হয়েছে বলে খবর।ইতিমধ্যে নতুন দলের জন্য ২টি নামও মনস্থির করে রেখেছেন রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী।এ ব্যাপারে নির্বাচন কমিশনে নাম নথিভুক্ত করার প্রক্রিয়ায়ও শেষ বলে জানা গেছে।

 

 

আরো পড়ুন –   কুস্তি ফেডারেশনের ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল দিল্লি পুলিশ। ঠিক…

 

 

 

নতুন দলের নাম হতে পারে প্রগতিশীল কংগ্রেস বা রাজ জনসংঘর্ষ পার্টি।সূত্রের খবর,শচিনের নতুন দলে যোগ দিতে পারেন ভোটকুশলী প্রশান্ত কিশোর।এ ব্যাপারে বিদ্রোহী ওই কংগ্রেস নেতার সঙ্গে পিকের কথাবার্তা চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। দলের নাম থেকে শুরু করে রাজস্থানে আগামী বিধানসভা নির্বাচনে নতুন দলের কৌশলও পিকে-র সংস্থা আই প্যাক ঠিক করবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top