Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
কেক কেটে ৪২তম জন্মদিন পালন, মাহির জন্মদিনে শুভেচ্ছার ঢল

মাহির জন্মদিনে শুভেচ্ছার ঢল,কেক কেটে উদযাপন পন্থের, দেখুন ,

মাহির জন্মদিনে শুভেচ্ছার ঢল,কেক কেটে উদযাপন পন্থের, দেখুন ,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মাহির জন্মদিনে শুভেচ্ছার ঢল,কেক কেটে উদযাপন পন্থের, দেখুন ,ভারতীয় ক্রিকেটের ইতিহাস লেখা হলে একটা অধ্যায় তাঁকে নিয়েই লেখা যায়। সবকটি আইসিসি ট্রফির মালিক, ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল ক্যাপ্টেন তিনি। এমন একজন ক্রিকেট ব্যক্তিত্বের জন্মদিন বলে কথা। ৭ জুলাই দিনটি মাহি (MS Dhoni) অনুরাগীদের কাছে উৎসবের সমান। ধোনি (MS Dhoni) সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ নন। তাতে কী? শুক্রবার সারাদিন ধরে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঢল বইছে। ক্রিকেট জগতের মানুষরা তাঁদের প্রিয় মাহি (MS Dhoni) , এমএসকে শুভেচ্ছা, ভালোবাসায় ভাসিয়ে দিয়েছেন ((MS Dhoni Birthday))। সচিন তেন্ডুলকর থেকে হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুল থেকে সুরেশ রায়না নানাভাবে এই বিশষে দিনটিতে মাহিকে শুভেচ্ছা জানালেন। ধোনি (MS Dhoni)  পাশে না থাকলেও কেক কেটে তাঁর ৪২তম জন্মদিন পালন করবেন ঋষভ পন্থ। সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ নন। তাতে কী? শুক্রবার সারাদিন ধরে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঢল বইছে।

 

 

 

ঋষভ পন্থ : “দেশের বহু মানুষের অনুপ্রেরণা। ভারতীয় ক্রিকেটের জন্য যা যা করেছ সবকিছুর জন্য ধন্যবাদ। হ্যাপি বার্থডে মাহি ভাই।” এর পাশাপাশি ইনস্টাগ্রামে কেক কাটার ছবি পোস্ট করেছেন পন্থ। লেখেন, “তুমি পাশে নেই তো কী হয়েছে, তোমার হয়ে আমিই কেক কেটে ফেলি।”

 

 

 

 

 

মহম্মদ সামি : ঈশ্বর তোমার উপর অবিরাম আশীর্বাদ বজায় রাখুন। হ্যাপি বার্থডে মাহি ভাই।

 

https://twitter.com/MdShami11/status/1677165064930091008?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1677165064930091008%7Ctwgr%5E87db47e426168f6de41275ec9b8373d689a52f74%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fsports%2Fcricket-news%2Fsachin-tendulkar-rishabh-pant-and-entire-cricket-fraternity-wishing-ms-dhoni-on-his-42nd-birthday-854710.html

 

 

জয় শাহ: ভারতীয় দলের সবচেয়ে সফল ক্যাপ্টেনকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার ক্যারিশমা, নেতৃত্ব এবং অসাধারণ দক্ষতা সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করেছে। ভারতীয় ক্রিকেটকে অতুলনীয় অবদানের জন্য ধন্যবাদ।

 

 

 

 

হার্দিক পান্ডিয়া: টুইটারে ধোনির সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, “শুভ জন্মদিন আমার প্রিয় মানুষটিকে।”

 

 

 

 

 

 

আরও পড়ুন –   নেতা হার্দিক, দলে নেই রিঙ্কু, ওয়েস্ট ইন্ডিজ়‌ের বিরুদ্ধে টি২০ সিরিজের দল ঘোষণা

 

 

 

সচিন তেন্ডুলকর: হেলিকপ্টার শটের মতোই উচ্চতায় তুমি যেন উড়তে পার তারই কামনা করি। হ্যাপি বার্থডে এমএস।

 

 

 

 

( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Facebook পেজ এবং Youtube  )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top