রায়গঞ্জে পুজোর প্রচারে ” সেফ ড্রাইভ সেভ লাইফ “

নিজস্ব সংবাদদাতা ২৬ অক্টোবর ২০২০ উত্তর দিনাজপুর: ” রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ” সেফ ড্রাইভ সেভ লাইফ ” এর প্রচার করায় পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করল রায়গঞ্জ পুলিশ জেলা। করোনা আবহে স্বল্প বাজেটে আকর্ষণীয় পুজো করার সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার বেশ কয়েকটি পুজো কমিটি রাজ্য সরকারের ” সেফ ড্রাইভ সেভ লাইফ ” প্রকল্পকে প্রচারের আলোয় আনায় তাদের পুরস্কৃত করা হল।

নবমীর রাতে রায়গঞ্জ পুলিশ জেলার উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ পুরস্কার বিতরণী উৎসব ২০২০ অনুষ্ঠিত হল রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে। পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি, ইটাহারের বিধায়ক অমল আচার্য, করনদিঘীর বিধায়ক মনোদেব সিনহা, উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস এবং রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ। রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্গত করনদিঘী, কালিয়াগঞ্জ, ইটাহার, হেমতাবাদ ও রায়গঞ্জ থানা এলাকার পুজো কমিটিগুলির মধ্যে রাজ্য সরকারের ” সেফ ড্রাইভ সেভ লাইফ ” প্রকল্পের ভালো প্রচার ও সচেতনতামূলক পদক্ষেপ গ্রহন করায় করনদিঘী সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবং রায়গঞ্জ শহরের ” অমর-সুব্রত স্পোর্টিং ক্লাবকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার তুলে দেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি।

আরও পড়ুন…কড়া নজরদারিতে উত্তর দিনাজপুরের পুজো

পুরস্কার হিসেবে ট্রফি এবং প্রাইজ মানি হিসেবে ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। ” সেফ ড্রাইভ সেভ লাইফ ” পুরস্কার বিতরণী অনুষ্ঠানে করোনাজয়ী সাতজন সিভিক ভলেন্টিয়ার কোভিড যোদ্ধাকে শংসাপত্র ও ট্রফি তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।