মুচিপাড়া কাণ্ডে বিজেপি নেতা মুচিপাড়া কাণ্ডে ধৃত Sajal Ghosh -কে তোলা হল আদালতে। নিজেদের হেফাজতে নিয়ে তাকে জেরা করার ভাবনাচিন্তা পুলিশের। ‘এমন ঘটনার সাক্ষী কোনওদিন হইনি’, আদালতে তোলার সময় এমনই দাবি সজল ঘোষের ( Sajal Ghosh )। এদিকে, শনিবারই মুচিপাড়া কাণ্ডে তৃতীয় এফআইআর দায়ের হয়।
আর ও পড়ুন Kanyashree দিবসে পাঁচ হাজার টাকায় শিশু কন্যাকে বিক্রি করলো মা!
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। এক তরুণীর শ্লীলতাহানি ও ক্লাব ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল মুচিপাড়া ( Muchipara ) থানা এলাকায়। পরবর্তীতে তৃণমূলের তরফে থানায় অভিযোগ করা হয় বিজেপি নেতা তথা সন্তোষ মিত্র স্কোয়্যারের ক্লাব কমিটির অন্যতম সদস্য সজল ঘোষের বিরুদ্ধে।বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তকে গ্রেপ্তার করতে তাঁর বাড়িতে পৌঁছয় পুলিশ। সজলবাবুর দাবি, মিথ্যে অভিযোগ করা হয়েছে তাঁর বিরুদ্ধে। তাই কোনওভাবেই পুলিশের হাতে ধরা দেবেন না তিনি। তিনি সাফ জানিয়েছিলেন, প্রয়োজনে দরজা ভেঙে গ্রেপ্তার করুক পুলিশ। এরপরই আরও বাহিনী পৌঁছয় সজল ঘোষের বাড়ির সামনে। এরপর দরজা ভেঙে সজলবাবুর বাড়িতে প্রবেশ করেন পুলিশ আধিকারিকরা। বলপূর্বক সজল ঘোষকে নিয়ে যাওয়া হয় মুচিপাড়া থানায়। ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িতে পড়েন তৃণমূল-বিজেপি কর্মীরা। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। দুই দলের কর্মীরাই এরপর পৌঁছায় মুচিপাড়া থানায়। সেখানে বিক্ষোভ দেখায় তাঁরা।
আরও পড়ুনঃ Letest News: কৃষক ছাড়াই কৃষক Special Train চালু হলো শান্তিপুর থেকে
ধৃত সজল ঘোষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২৭, ৩২৩, ১৪৭, ১৪৮ ও ১৪৯ নম্বর ধারায় মামলা রুজু হয়। এই ঘটনায় শনিবার তৃতীয় এফআইআর দায়ের হয়। তবে নির্দিষ্ট কারও নামে মামলা রুজু হয়নি। এফআইআর (FIR) দায়ের হয়েছে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে। এদিকে, এদিন সকাল থেকে গ্রেপ্তারির প্রতিবাদে সজল ঘোষের বাড়ির সামনে ভিড় জমিয়েছেন অনুগামীরা। মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ওই বিজেপি নেতাকে, এমন পোস্টারে ঢেকেছে সজল ঘোষের বাড়ি লাগোয়া এলাকা। সজল ঘোষকে ব্যাঙ্কশাল আদালতের তোলার সময় সেখানেও ভিড় জমান বহু অনুগামী। ‘এমন ঘটনার সাক্ষী কোনওদিন হইনি’, বলেই আদালতে তোলার সময় দাবি সজল ঘোষের।