একটা মেসেজ! তাতেই শেষ হয়েছিল দীর্ঘ দিনের সম্পর্ক সলমন-ক্যাটরিনার, সালমানের জীবনের প্রেম-সম্পর্ক নিয়ে বি-টাউনে কান পাতলেই নানা গুঞ্জন শোনা যায়। এমনকী তাঁর বিয়ে নিয়েও জল্পনার শেষ নেই। বহু সুন্দরী অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক থাকলেও কোনওটাই অবশ্য ছাদনাতলা পর্যন্ত পৌঁছতে পারেনি। প্রথমে ভক্তরা ভেবেছিলেন যে, ক্যাটরিনার সঙ্গে সম্পর্কটা হয়তো টিকে যাবে এবং খুব তাড়াতাড়িই বিয়ে করে সংসার পাতবেন তিনি। কিন্তু ভক্তদের সব আশায় জল ঢেলে ক্যাটরিনার থেকে আলাদা হয়ে গিয়েছিলেন সলমন। শোনা যায়, একটা টেক্সট মেসেজ পাঠিয়েই সম্পর্কে ইতি টেনেছিলেন ক্যাট!
মডেলিংয়ের হাত ধরেই গ্ল্যামার দুনিয়ায় প্রবেশ করেছিলেন ক্যাটরিনা কাইফ। এর পর ২০০৩ সালে বুম ছবিতে অভিনয়ের সুযোগ আসে। কেরিয়ারের প্রথম ছবি অবশ্য তেমন সাড়া জাগাতে পারেনি। এর পর ২০০৫ সালে সলমন খানের সঙ্গে ম্যায়নে পেয়ার কিঁউ কেয়া ছবিতে অভিনয় করেছিলেন সুন্দরী অভিনেত্রী। এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি ক্যাটরিনাকে। সেই সঙ্গে অবশ্য সলমনের হৃদয়েও পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী।
ক্যাটরিনা আজব প্রেম কি গজব কাহানি ছবির কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন। রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করছিলেন তিনি। সেই সময়ই রিলের ছোঁয়া এসে লাগে রিয়েলেও। ঘনিষ্ঠতা বাড়তে থাকে রণবীর-ক্যাটের। উটিতে ওই ছবির শ্যুটিং চলাকালীনই সলমনকে টেক্সট করেছিলেন অভিনেত্রী। সাফ জানিয়েছিলেন যে, সলমনের সঙ্গে আর সম্পর্কে থাকতে চাইছেন না তিনি। শুধুই তাঁর বন্ধু হয়ে থাকতে চান। এই মেসেজ পাওয়ার পরেই ক্ষুব্ধ হয়েছিলেন বলিউডের ভাইজান। ফলে শেষ হয় সলমন-ক্যাটের রূপকথার প্রেম। অনেকেই আবার তাঁদের বয়সের ফারাককেও বিচ্ছেদের কারণ হিসেবে দায়ী করে থাকেন। কারণ সলমনের থেকে ক্যাটরিনা প্রায় ১৮ বছরের ছোট। তবে সলমনের সঙ্গে বিচ্ছেদের পরেও অবশ্য তাঁদের বন্ধুত্বে ভাটা পড়েনি। একসঙ্গে ছবিও করছেন তাঁরা।
এদিকে যদিও রণবীরের সঙ্গেও ক্যাটরিনার সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। তাঁদেরও পথ আলাদা হয়ে যায়। এর পর অভিনেত্রীর জীবনে আসেন ভিকি কৌশল। ২০২১ সালে মহাসাড়ম্বরে অভিনেতা ভিকির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ক্যাটরিনা। এখন ভিকি-ক্যাটের সুখের নানা মুহূর্ত ধরা পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়।
আরও পড়ুন –কথা বলতে সমস্যা গলা খুসখুস! হটাৎই SSKM হাসপাতালে হাজির রাজ্যপাল
ক্যাটরিনার প্রেমে মজে সলমন তাঁর জন্য সব কিছুই করেছিলেন। এমনকী ক্যাটরিনার কেরিয়ারও সলমনই গড়ে দিয়েছিলেন। শুধু তা-ই নয়, তাঁদের প্রেমও চর্চায় ছিল। ব্যাপারটা বিয়ে পর্যন্তও গড়াতো। কিন্তু সলমনের স্বভাব-আচরণই বাধ সাধে। শুরু হয় দু’জনের মধ্যে ঝামেলা। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকতেন ক্যাটরিনা। এমন অবস্থায় তিনি সিদ্ধার্থ মালিয়ার সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তবে সেই সম্পর্ক বেশি টেকেনি। এমনটাই সংবাদমাধ্যমের রিপোর্টে জানা গিয়েছে।