সলমনকে ফের হুমকি ,কবে খুন হবেন সলমন খান? দিনক্ষণ জানিয়ে হুমকি,

সলমনকে ফের হুমকি ,কবে খুন হবেন সলমন খান? দিনক্ষণ জানিয়ে হুমকি,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সলমনকে ফের হুমকি ,কবে খুন হবেন সলমন খান? দিনক্ষণ জানিয়ে হুমকি, আগামী ৩০ এপ্রিল খুন করা হবে তাঁকে৷ ফের খুনের হুমকি দেওয়া হল সলমন খানকে৷ এবার একেবারে দিনক্ষণ জানিয়ে খুনের হুমকি দেওয়া হল বলিউডের ভাইজানকে৷ সোমবার রাতেই এই হুমকি ফোন আসে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে৷ ঘটনার পরেই তদন্তে নামে মুম্বাই পুলিশ৷ জানা গিয়েছে, এই হুমকি ফোনটি এসেছিল রাজস্থানের জোধপুর থেকে৷ রকি ভাই পরিচয় দিয়ে হুমকি ফোন করে বছর ষোলর এক কিশোর৷ ইতিমধ্যেই তাকে শাহপুর থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই নিয়ে আসছে পুলিশ৷ কেন সে সলমন খানের নাম করে এই হুমকি ফোন করল, তা জানতে চাইবে পুলিশ৷

 

 

 

 

 

 

এর আগের বার সলমনকে হুমকি মেল পাঠিয়েছিল গোল্ডি ব্রার নামে এক গ্যাংস্টার৷ গত বছর মে মাসে পঞ্জাবের কংগ্রেস নেতা এবং গায়ক সিধু মুসেওয়ালা খুনেও অভিযুক্ত ছিল সে৷ এই হুমকি ফোনের জন্য লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার ও রোহিত ব্রারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ৷

 

 

 

 

পর পর এই খুনের হুমকিতে কিছুটা হলেও উদ্বেগে রয়েছেন সলমন৷ গতকালই নিজের পরবর্তী ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে নতুন বুলেটপ্রুফ গাড়িতে পৌঁছন ভাইজান৷

 

আরও পড়ুন –  ‘এ বার জেলে যেতে হবে, তৈরি থাকুন’! জাতীয় দলের তকমা পাওয়ার পর…

 

 

কয়েক সপ্তাহ আগেও ইমেল মারফত একই ভাবে খুনের হুমকি দেওয়া হয় বলিউডের ভাইজানকে৷ তার পরই সলমনের নিরাপত্তা বাড়ানো হয়৷ নিজের সুরক্ষার খাতিরে একটি বুলেটপ্রুফ গাড়িও সম্প্রতি কিনেছেন সলমন৷ যার দাম প্রায় ২ কোটি টাকা৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top