রাম চরণের পাশে সলমানকে বেমানান? সলমনের লুঙ্গি ডান্সে মেজাজ হারাল দক্ষিণ, সলমনের গান নিয়ে তাঁদের কী অভিযোগ? কারণ হিসেবে তাঁদের মত, এটা মোটেও লুঙ্গি নয়। এটাকে ধুতি বলে।২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে সলমন খানের আগামী ছবি কিসি কি ভাই কিসি কি জান। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির তিন গান। ঝড়ের গতিতে ভাইরাল হওয়ার তারই মাঝে লুঙ্গি ডান্স। তবে শাহরুখের লুঙ্গি ডান্স যেভাবে ভক্তদের মনে পলকে জায়গা করে নিয়েছিল, এক্ষেত্রে ঠিক তেমনটা ঘটল না। সলমন খানের লুঙ্গি ডান্স নিয়ে তাই চর্চা তুঙ্গে। সদ্য দেখা গিয়েছে তাঁর সঙ্গে এই গানে জুটি বেঁধেছেন রাম চরণ। তবে সলমনকে নাকি মোটেও মানাচ্ছে না রাম চরণের পাশে সম্প্রতি এমনই পোস্টে ভরে উঠল টুইটর।
বলিউডে ছবি নিয়ে নিজেই কটাক্ষ করেন সলমন। সদ্য একাধিক বিষয় নিয়ে কথা বলে খবরের শিরোনামে জায়গা করে নিলেন সলমন খান। ফিল্মফেয়ার ২০২৩-এর আনুষ্ঠানিক ঘোষণা মঞ্চে থেকে কখনও বলিউডের বক্স অফিস কখনও আবার ছবির বিষয়বস্তু নিয়ে মুখ খুললেন ভাইজান। ঝড়ের গতিতে ভাইরাল তাঁর মন্তব্য। তবে কেন বলিউডের ছবি সেভাবে চলছে না, এবার সেই মর্মে মুখ খুললেন বলিউড ভাইজান। তাঁর নিশানায় এবার নয়া প্রজন্মের পরিচালকেরা। তাঁদের মধ্যে সিরিয়াসনেসের অভাব, তাঁরা বড্ড বেশি কুল। এই মর্মেই এবার নয়া প্রজন্মের পরিচালকদের বিঁধলেন ভাইজান। তবে এবার নিজেই হলেন তিনি কটাক্ষের শিকার।
আরও পড়ুন – পার্কিং ফি’ বিতর্কের পর আবেগপ্রবণ ফিরহাদ
অন্যদিকে বর্তমানে দক্ষিণের সঙ্গে বলিউডের জুটি বড্ড বেশি খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছে। কারণ হিসেবে সিনেবিশেষজ্ঞদের মত, দক্ষিণের দর্শক টানতেই এই রাস্তায় হাঁটছে বলিউড। যদিও সেই সমীকরণ সব ক্ষেত্রে কাজ করছে না, তা একপ্রকার প্রমাণিত। এবার সলমনের গান নিয়ে তাঁদের কী অভিযোগ? কারণ হিসেবে তাঁদের মত, এটা মোটেও লুঙ্গি নয়। এটাকে ধুতি বলে। একটি সাবেকি পোশককে অবমাননা করা হয়েছে।