
নিজস্ব সংবাদদাতা ,মুর্শিদাবাদ:- হাওয়া অফিস আগেই জানিয়েছিল নিম্নচাপের জেরে জেলায় জেলায় চলবে বৃষ্টি। রাজ্যের বেশ কয়েকটা জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। রাত ভোর টানা বৃষ্টিতে জলমগ্ন গোটা রাস্তা। এই ছবি সামসেরগঞ্জ এলাকার। সামসেরগঞ্জ ব্লকের ডাকবাংলা থেকে ধূলিয়ান যাওয়ার রাস্তা জলমগ্ন হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। ডাকবাংলা থেকে ধূলিয়ান যাওয়ার এক মাত্র রাস্তা আর সেই রাস্তার এমন বেহাল জলমগ্ন দশা ।এর কোন বিকল্প রাস্তা না থাকায় সেই এক হাটু জলের মধ্যে দিয়েই প্রত্যেক চলাফেরা করতে হচ্ছে বলে অভিযোগ।স্থানীয়দের আরো অভিযোগ লক্ষ লক্ষ টাকা খরচ করে রাস্তার পাশে ড্রেন তৈরি হয়েছে কিন্তু সেই ড্রেন দিয়ে জল নিষ্কাশন হয়না। ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা।


















