ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা শুভমন গিল। চলতি বিশ্বকাপে দলের অন্যতম খেলোয়াড় তিনি। কিক্রেটের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চলে চর্চা। সারা আলি খান নাকি সারা তেন্ডুলকর। কার সাথে সম্পর্কে আছেন শুভমন? তা নিয়ে চর্চা তো চলেই। আর এই সবের মাঝে সত্য ফাঁস করলেন সারা আলি খান। বর্তমানে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) কন্যা সারা ও শুভমনের সম্পর্ক নিয়ে তোলপাড় বিনোদন থেকে শুরু করে খেলার জগত। তবে একসময়, শুভমনের প্রেমের গুঞ্জন ছিল সইফ আলি খান (Saif Ali Khan) কন্যা সারারও। খেলার মাঠ এবং বিনোদন দুনিয়া তোলপাড়ার সারা ‘ভাবী’-কে নিয়ে। কিন্তু কে এই সারা ‘ভাবী’?
সদ্য ওটিটি প্লাটফর্ম হটস্টারে শুরু হয়েছে করণ জোহারের টক শো কফি উইথ করণ। বলিউডের এই দুই স্টারকিডকে নিয়ে সাজানো হয়েছে ‘কফি উইথ করণ’-র আগামী শো। আজ প্রকাশ্যে এসেছে সেই শো-এর টিজার। সেখানেই সারা আলি খানের কথায় উঠে এল শুভমন গিলের (Subhman Gill)-এর প্রসঙ্গও!
আরও পড়ুনঃ আদালতে প্রবেশের আগে ফের একবার নির্দোষ দাবি জ্যোতিপ্রিয়র
সদ্য মুক্তি পাওয়া টিজারে করণ-সারার কাছে জানতে চান শুভমনের কথা। করণ সরাসরি সারাকে প্রশ্ন করেন, ‘কান পাতলেই শোনা যায়, তুমি আর শুভমন নাকি ডেট করছিলে’! সারা অত্যন্ত স্বতঃস্ফুর্তভাবে উত্তর দেন, ‘তুমি ভুল সারাকে এই প্রশ্নটা করছো। তুমি না, সবাই এই ভুলটাই করছেন। পুরো দুনিয়া একজন ভুল সারা সম্পর্কে কথা বলতে।’ এই কথাতেই সারা আলি খান যেন কার্যত অস্বীকারই করে গেলেন শুভমনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। সেইসঙ্গে বুঝিয়ে দিলেন, শুভমনের সঙ্গে এখন কেবল মাত্র সারা তেন্ডুলকরের নামই জোড়া যায় যেন।
শুভমন গিলকে নিয়ে এমন কিছু মন্তব্য করে ফেলেছেন তিনি, যা শুনে হতবাক হয়ে গিয়েছেন তামাম দর্শক। নিজেরা সম্পর্কের কথা স্বীকার না করলেও এবার সারাকে নিয়ে হাটে হাঁড়ি ভেঙে দিলেন সারা তেন্ডুলকর। আর এতেই চটেছেন শুভমনের ভক্তরা। তাঁদের বক্তব্য একটাই, “এখনই এই সব নিয়ে মন্তব্য করা সারার উচিত্ হয়নি। বিশ্বকাপ চলছে। এই ভিডিয়ো যদি কোনও ভাবে তিনি দেখতে পান, তবে তাঁর মনঃসংযোগে ব্যাঘাত ঘটতে পারে।” তাঁদের প্রশ্ন, ‘নিজেকে নিরাপদ জায়গায় রাখতে গিয়ে অন্যের সম্মতি না নিয়ে তাঁদের ব্যক্তিগত সম্পর্কের কথা সকলের সামনে বলে দেওয়া কতটা সঠিক কাজ?”